রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩২

চট্টগ্রামে সহযোগিসহ ডাকাতি মামলার আসামি গ্রেফতার

| প্রকাশিতঃ ৭ জুলাই ২০১৭ | ৬:৫৫ অপরাহ্ন

চট্টগ্রাম: চট্টগ্রাম নগর থেকে কামাল হোসেন টিটু ও সহযোগী মনিরুল ইসলাম নামের দুইজনকে ইয়াবাসহ গ্রেফতার করেছে বায়েজিদ বোস্তামী থানা পুলিশ। শুক্রবার সকালে খুলশী ও বায়েজিদের পৃথক স্থান থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার কামাল হোসেন টিটু (৩৫) চট্টগ্রামের আনোয়ারা থানার বারখাইনের মোহাম্মদ ইউসুফের ছেলে ও মনিরুল ইসলাম (৪৮) ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের সাতমুড়া এলাকার মমতাজ উদ্দিনের ছেলে।

বায়েজিদ বোস্তামী থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, চট্টগ্রামের দুর্ধর্ষ ডাকাত গোলাম সরওয়ার মিলনের ভাগিনা জামাই হচ্ছে টিটু। তার বিরুদ্ধে অন্তত ১০টি ডাকাতি মামলা আছে। গ্রেফতার এড়াতে সে বিদেশে পালিয়ে যায়। সম্প্রতি দেশে এসে ইয়াবা ব্যবসা শুরু করে।

তিনি আরও বলেন, গোপন সংবাদের ভিত্তিতে খুলশী থানাধীন ২ নম্বর রেল গেট এলাকা থেকে টিটুকে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। এরপর তার সহযোগী মনিরুলকে শীতলঝর্না আবাসিক এলাকা থেকে গ্রেফতার করা হয়। অপরাধ জগতের নানা গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে টিটু।