রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩২

প্রথম মুখোমুখি ট্রাম্প ও পুতিন

| প্রকাশিতঃ ৮ জুলাই ২০১৭ | ১২:৫৩ পূর্বাহ্ন

জার্মানি: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন প্রথমবারের মতো মুখোমুখি হলেন। শুক্রবার দুপুরে জার্মানির হামবুর্গে উন্নত ২০ রাষ্ট্রের সংগঠন জি-২০ সম্মেলনের শুরুতে তারা করমর্দন করেন।

পরে ক্ষমতাধর দেশের এই দুই নেতা দীর্ঘ বৈঠকে যোগ দেন। তারা বলেন, যুক্তরাষ্ট্রের নির্বাচনকে ঘিরে রাশিয়ার অনধিকার চর্চা নিয়ে দুই দেশের খারাপ হওয়া সম্পর্ক পুনরুদ্ধারে কাজ করা হবে।

কূটনৈতিক সূত্রে জানা যায়, সিরিয়া, ইউক্রেন ও মার্কিন নির্বাচন ইস্যুতে দুই দেশের মধ্যে সম্পর্কের যে অবনতি হয়েছে, তা পুনরুদ্ধার করতে চান ট্রাম্প ও পুতিন।

এর আগে বৈঠকের বিষয়ে রাশিয়ার সংবাদমাধ্যমগুলো জানায়, এর ব্যাপ্তি এক ঘণ্টা হতে পারে। পরে কিছু সংবাদমাধ্যম জানায়, সেটির ব্যাপ্তি আধা ঘণ্টাও হতে পারে। বৈঠকে উভয় দেশের প্রেসিডেন্ট সিরিয়া ও ইউক্রেন ইস্যুর ওপর গুরুত্ব আরোপ করবেন বলে আশা করা হয়।

বৃহস্পতিবার পোল্যান্ডের রাজধানী ওয়ারসতে দেওয়া এক ভাষণে রাশিয়াকে ইউক্রেনসহ বিশ্বের অন্যান্য দেশে আগ্রাসন বন্ধের আহ্বান জানিয়েছিলেন ট্রাম্প।