
ঢাকা : ২০২৩ সালে এসএসসি ও দাখিল পরীক্ষার ফরম পূরণ শুরু হয়েছে।
আজ রবিবার (১৮ ডিসেম্বর) থেকে ফরম পূরণের এই প্রক্রিয়া শুরু হয়ে ৪ জানুয়ারি পর্যন্ত সর্বশেষ ফরম পূরণ করতে পারবে শিক্ষার্থীরা।
ফরম পূরণের বিস্তারিত তথ্য জানিয়ে ইতোমধ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা (মাউশি) বোর্ড। জরিমানা ছাড়া ফরম পূরণের ফি জমা দেয়া যাবে ৫ জানুয়ারি পর্যন্ত।
এসএসসি পরীক্ষার ফরম পূরণ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, শিক্ষার্থীদের তথ্য সংবলিত সম্ভাব্য তালিকা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। সম্ভাব্য তালিকা থেকে আগামী ১৮ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত বিলম্ব ফি ছাড়া অনলাইনে ফরম পূরণ করতে পারবেন এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে ইচ্ছুক শিক্ষার্থীরা।
এছাড়া, ২০২৩ সালের এসএসসি পরীক্ষায় অংশ নিতে ইচ্ছুক জিপিএ উন্নয়ন পরীক্ষার্থীসহ আগের অকৃতকার্য পরীক্ষার্থীদের ১৫ ডিসেম্বরের মধ্যে নিজ নিজ প্রতিষ্ঠান প্রধানের কাছে আবেদন করতে বলা হয়েছে।