শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩২

মিতু হত্যার প্রতিবাদ ও বিচার দাবিতে মানববন্ধন

| প্রকাশিতঃ ৬ জুন ২০১৬ | ৮:১৪ অপরাহ্ন

চট্টগ্রাম: চট্টগ্রামে পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যার প্রতিবাদ ও দ্রুত বিচার দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ মানবাধিকার কমিশন, চট্টগ্রাম উত্তর জেলা শাখা।

সোমবার সকালে চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সংগঠনটির চট্টগ্রাম উত্তর জেলা শাখার সাধারণ সম্পাদক আবুল বাশার বলেন, জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকতে হবে। ঘৃণ্য এ হতাকান্ডের হোতাদের অবিলম্বে আইনের মুখোমুখি করে সর্বোচ্চ শাস্তির দাবি জানাচ্ছি।

মানববন্ধনে অংশ নেন- বাংলাদেশ মানবাধিকার কমিশন, চট্টগ্রাম উত্তর জেলা শাখার প্রচার সম্পাদক আবদুল হালিম, ছাত্রনেতা আবদুল্লাহ আল মামুন, অ্যাডভোকেট আবুল কাশেম, ইলা চক্রবর্তী প্রমুখ।