রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩২

বিএনপি আন্দোলন-নির্বাচন সব ক্ষেত্রে ব্যর্থ হবে: ওবায়দুল কাদের

| প্রকাশিতঃ ১১ জুলাই ২০১৭ | ১০:১৭ অপরাহ্ন

যশোর: আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি আন্দোলনেও ব্যর্থ হয়েছে, আগামী নির্বাচনেও তারা ব্যর্থ হবে।

তিনি সকালে যশোর ঈদগাহ ময়দানে জেলা ছাত্রলীগের বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ঈদের পর আন্দোলন, ঈদ শেষে পরীক্ষার পর আন্দোলনের ঘোষনা দিয়ে কেবল বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া তর্জন-গর্জনই করছেন। তাঁর আন্দোলনের ঘোষনা আর শেষ হচ্ছে না।

তিনি বলেন, দিন যায়, মাস যায়, বছরও যায়। এভাবে আট বছর পার হয়ে গেল, ডশু।তু কোথায় বিএনপির আন্দোলন? যারা আন্দোলনে ব্যর্থ, তারা নির্বাচনেও ব্যর্থ হবে।

ওবায়দুল কাদের বলেন, আগামী নির্বাচনে ঐক্যবদ্ধ থেকে আওয়ামী লীগকে নির্বাচিত করতে হবে। আর এ নির্বাচনের মাধ্যমেই বেগম খালেদা জিয়ার রাজনীতি চিরতরে বন্ধ হয়ে যাবে।

সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্ত্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান এমপি,ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাইফুজ্জামান শেখর ও সাবেক সভাপতি বদিউজ্জামান সোহাগ।

সম্মেলন উদ্বোধন করেন ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ এবং প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন।জেলা ছাত্রলীগের সভাপতি আরিফুল ইসলাম রিয়াদের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে উপস্থিত ছিলেন, শেখ আফিল উদ্দীন এমপি, অ্যাড. এনিরুল ইসলাম মনির এমপি, কাজী নাবিল আহমেদ এমপি, রনজিৎ কুমার রায় এমপি, স্বপন ভট্রাচার্য্য এমপি,জেলা পরিষদের চেয়ারম্যান সাইফুজ্জামান পিকুল,জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন, সাধারণ সম্পাদক শাহিন চাকলাদার প্রমূখ।