রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩২

চট্টগ্রামে আইনজীবির শিশুপুত্র অপহরণ

| প্রকাশিতঃ ১২ জুলাই ২০১৭ | ৯:৫৪ পূর্বাহ্ন

চট্টগ্রাম: চট্টগ্রাম নগরের বন্দর থানার ধোপারদিঘির পাড় উকিল বাড়ি এলাকা থেকে ১২ বছরের ছেলে মোহাম্মদ আবদুল ওয়াজেদ মুফতিকে অপহরণ করে নিয়ে যাওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। ১০ জুলাই বিকেল ৩টা থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে জানান তার মা রোকেয়া বেগম।

২০০৯ সালে তিনি মারা যান রোকেয়া বেগমের স্বামী আইনজীবী আবদুল করিম। এরপর সাথে রোকেয়া বেগমের জায়গা-সম্পত্তি সংক্রান্ত বিরোধ রয়েছে স্থানীয় কিছু ব্যক্তির। এক মাস আগে বন্দর থানায় অভিযোগ দিয়েছিলেন অ্যাডভোকেট আবদুল করিমের স্ত্রী রোকেয়া বেগম। অভিযোগটি ছিল, এলাকার কয়েকজন বখাটে তাকে উত্যক্ত করছে।

চিহ্নিত সন্ত্রাসী ও বখাটেরা তাকে অপহরণ করে থাকতে পারে বলে আশংকা প্রকাশ করে জরুরি ভিত্তিতে ছেলেকে উদ্ধারের আহ্বান জানিয়েছেন রোকেয়া বেগম।

এ বিষয়ে বন্দর থানা ও র‌্যাবের কাছে করা অভিযোগে ছেলেকে অপহরণে জড়িত থাকতে পারে এমন ৭ জনের নাম বলেছেন রোকেয়া বেগম। অভিযোগে বলা হয়েছে, ১০ জুলাই বেলা ৩টার দিকে বাসা থেকে দোকানের উদ্দেশ্যে বের হয় মুফতি। এখনো তাকে পাওয়া যায়নি।

অভিযোগে যাদের নাম উল্লেখ করা হয়েছে তারা হচ্ছে ধোপারদিঘির পাড় এলাকার মোহাম্মদ ইউছুপের ছেলে মোহাম্মদ রবিন, মোহাম্মদ হোসেনের ছেলে সাজিদ, তপন দাশের ছেলে তাইম এবং হোসেন ও নাসির উদ্দিন কিরন, ষোলকবহর হালিমা কটেজ এলাকার আবদুল লতিফের ছেলে মোহাম্মদ আবদুর রহিম ও নাজমা বেগম।

উল্লেখিতদের সাথে রোকেয়া বেগমের জায়গা-সম্পত্তি সংক্রান্ত বিরোধ রয়েছে বলে বন্দর থানা ও র‌্যাবের কাছে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ছেলেকে উদ্ধার করার আকুতি নিয়ে রোকেয়া চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির কাছেও একটি আবেদন জমা দিয়েছেন। আইনজীবী সমিতির সভাপতি বন্দর থানার ওসি ও র‌্যাবের সংশ্লিষ্ট কর্মকর্তার সাথে এ নিয়ে কথা বলেছেন।

আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট রতন কুমার রায় জানান, রোকেয়া বেগমের স্বামী আবদুল করিম আইনজীবী সমিতির সদস্য ছিলেন। তার ১২ বছরের ছেলেকে অপহরণ করা হয়েছে শুনে তাকে উদ্ধারে আইনশৃংখলা বাহিনীকে অনুরোধ করেছি।