চট্টগ্রাম: চট্টগ্রামের সীতাকুন্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নে অজ্ঞাত রোগে অন্তত ৯ শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে।
দুর্গম পাহাড়ী এলাকা ত্রিপুরা পাড়ায় (জুম্মা পাড়া) গত পাঁচ দিনে এই ৯ শিশুর মৃত্যু হয় বলে জানিয়েছেন স্থানীয়রা।
এর মধ্যে আজ বুধবার (১২ জুলাই) মারা গেছে ৪ জন। যাদের প্রত্যেকের বয়স ৩ থেকে ১২ বছর বলে জানা গেছে।
ঘটনাস্থল থেকে সীতাকুন্ড উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার এস এম নূরুল করিম রাসেদ ৯ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
অন্তত ১০ জন শিশুকে হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
সীতাকুন্ড থানার ওসি ইফতেখার হাসান বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশের একটি টিম পাঠনো হয়েছে। যতটুকু জেনেছি বেশ কয়েকজন শিশুর মৃত্যুর খবর পেয়েছি। তবে কিভাবে মারা গেছে তা জানা যায়নি।