রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩২

‘মানবাধিকার রক্ষায় আইনজীবি ও সাংবাদিকদের এগিয়ে আসতে হবে’

| প্রকাশিতঃ ১৩ জুলাই ২০১৭ | ১২:৪৯ অপরাহ্ন

চট্টগ্রাম: জনগণের মৌলিক অধিকার ঠিক রাখতে আইনজীবি ও সাংবাদিকদেরকে সর্বাগ্রে এগিয়ে আসতে আহ্বান জানিয়েছেন বাংলাদেশ মানবাধিকার কমিশন চট্টগ্রাম বিভাগের সমন্বয়কারী লায়ন মো. জাফর উল্লাহ।

বুধবার রাতে চট্টগ্রাম নগরের লালদিঘীতে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান।

প্রধান অতিথির বক্তব্যে লায়ন মো. জাফর উল্লাহ বলেন, ‘প্রথম শ্রেনীর নাগরিক হিসেবে আইনজীবি ও সাংবাদিকদেরকে মানবাধিকার রক্ষায় সবার আগে এগিয়ে আসতে হবে। শিক্ষিত কিছু নরপিশাচ আছে, যাদের কারণে সমাজ ধ্বংস হচ্ছে, মানবাধিকার লংঘিত হচ্ছে।’

সভাপতির বক্তব্যে মানবাধিকার কমিশনের জাতীয় গভর্নর ও চট্টগ্রামের সাবেক জেলা পিপি মোহাম্মদ আবুল হাশেম বলেন, ‘মানবাধিকার উপেক্ষা করে চলা সম্ভব না। মানবমর্যাদা সমুন্নত রাখতে মানবাধিকার রক্ষা করে একটি শোষণহীন, বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় মানবাধিকার সংগঠন ও সরকারকে একযোগে কাজ করতে হবে।’

শিল্পপতি ও সংগঠক মোহাম্মদ ফেরদৌস খাঁন আলমগীর বলেন, ‘তহবিল গঠন করে অসহায়, নির্যাতিত মানুষের সহযোগিতা করার উদ্যোগ নেয়া উচিত। মানবতার জন্য কাজ করলে দুনিয়া ও পরকালে আমরা সুখি হতে পারবো।’

বাংলাদেশ মানবাধিকার কমিশন চট্টগ্রাম বিভাগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মামুনুল হক চৌধুরী বলেন, ‘মানবাধিকার লংঘিত হচ্ছে বেশী থানায়, কারাগারে, হাসপাতালে, সাব-রেজিস্ট্রি ও ভূমি অফিসে। আমরা যে যেখানে আছি সেই অবস্থানে থেকে মানবতার জন্য কাজ করতে হবে।’

সভায় উপস্থিত থেকে নিজেদের দুর্দশার বর্ণনা দেন অসহায় বিচারপ্রার্থী বেশ কয়েকজন নারী-শিশু। এসময় ভারী হয়ে উঠে সভাস্থলের পরিবেশ।

সভায় আইনজীবিদের মধ্যে ছিলেন- রেহেনা আক্তার বেগম, রাশেদুল ইসলাম, এস এম রাশেদ চৌধুরী, আহমেদ সিরাজ, মো. নাছির উদ্দিন, মো. নাসির উদ্দিন, রিগ্যান আচার্য্য, ফারুক মাহমুদ, মো. শফিউল আজম বাবর, যীসু রায় চৌধুরী, এম আবু বকর তালুকদার, মুমিনুল হক, মাহমুদুল হক, সেকান্দর চৌধুরী প্রমুখ।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- মানবাধিকার কমিশনের সাংগঠনিক সম্পাদক এস এম রফিকুল ইসলাম, লায়ন সাব্বির আহমদ, মুহাম্মদ মুহিউদ্দীন চৌধুরী জিকু, আনিসুর রহমান তানিম, হাবিবুর রহমান, আবদুল মজিদ চৌধুরী প্রমুখ।