রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩২

পটিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ১২

| প্রকাশিতঃ ১৪ জুলাই ২০১৭ | ৫:০৭ অপরাহ্ন

চট্টগ্রাম: পটিয়া উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় ১২ জন আহত হয়েছেন। শুক্রবার সকালে পটিয়ার শান্তিরহাট এলাকার ১০ বাস যাত্রী এবং বাদামতলি মোড়ে দুই মোটর সাইকেল আরোহী আহত হয়।

বাস দুর্ঘটনায় আহতরা হলেন- জাকির (৩০), হাফিজুর রহমান (৩৫), রাজীব মারমা (২২), নুরুল আজিম (২০), ওসমান (২৮), মো. ইলিয়াস (২৮), নোমান (৫২) রয়েছেন। এছাড়া আহত আরও তিন জনের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। অন্যদিকে আহত মোটর সাইকেল আরোহীরা হলেন- মো. জুয়েল (২২) ও সাত্তার গাজী (৪০)।

পটিয়া হাইওয়ে পুলিশ সূত্র জানায়, ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে কক্সবাজার যাচ্ছিল সৌদিয়া পরিবহনের বাসটি। নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি শুরুতে সড়কের বাম পাশের দুটি বড় গাছে ধাক্কা দেয়। তারপর সড়কে উঠে ডান পাশে গিয়ে আরও একটি গাছকে ধাক্কা দেয়। এতে ওই ১০ জন আহত হন। বাসটি উদ্ধারের পর আটক রেখেছে হাইওয়ে পুলিশ। তবে এর চালক পালিয়ে গেছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক আলাউদ্দিন তালুকদার বলেন, বাস দুর্ঘটনায় আহত ১০জনকে সকাল ৬টা ৪০ মিনিটের দিকে হাসপাতালে আনা হয়। সাতজনের নাম-পরিচয় পেয়েছি। অজ্ঞাতনামা তিন পুরুষের আঘাত গুরুতর।

তিনি আরও বলেন, পটিয়ার বাদামতলি মোড়ে একটি মোটর সাইকেলের সঙ্গে টেম্পোর মুখোমুখি সংঘর্ষ হলে দুই মোটর সাইকেল আরোহী আহত হন। গুরুতর আহত এই দুইজন ২৬ নং ওয়ার্ডে চিৎিসাধীন।