
চট্টগ্রাম : এবার নিয়োগ বাণিজ্য, শিক্ষকদের পদোন্নতি আটকে রাখা ও পদোন্নতিতে জ্যেষ্ঠতা লঙ্ঘনসহ প্রশাসনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।
বারবার বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অবহিত করার পরও কোনো প্রতিকার না পেয়ে আগামী ১৬ জানুয়ারি প্রশাসনের বিরুদ্ধে প্রতিবাদী মানববন্ধনের ডাক দিয়েছে সংগঠনটি।
বৃহস্পতিবার (১২ জানুয়ারি) শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি প্রফেসর আব্দুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়৷
এতে জানানো হয়, আগামী ১৬ জুন সকাল ১১টায় বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ভবনের সামনে প্রতিবাদী মানববন্ধন কর্মসূচি পালন করা হবে।
এতে আরও উল্লেখ করা হয়, কোনো ক্যাটাগরিতেই সিন্ডিকেটে নির্বাচিত প্রতিনিধি নেই। ফলে এই সিন্ডিকেট বর্তমানে ভারসাম্যহীন অবস্থায় রয়েছে।
উপর্যুপরি দাবি জানানো সত্ত্বেও এক বছরের বেশি সময় ধরে শিক্ষকদের পদোন্নতি বোর্ড সভা সম্পন্ন করা হয়নি। উল্টো বারবার সিন্ডিকেট সভা আয়োজনের মাধ্যমে নিবেদিতপ্রাণ শিক্ষকদের ব্যাপক হয়রানি ও জ্যেষ্ঠতা লঙ্ঘনের মত ক্ষতিসাধন করা হয়েছে।
নিয়োগ-বাণিজ্য চক্র বা নিয়োগ কেলেঙ্কারির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে বিশ্বাসযোগ্য ও আইনগত ব্যবস্থা নিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ব্যর্থ হয়েছে। এছাড়া বিভিন্ন প্রশাসনিক অনিয়ম ও অসংগতির অভিযোগকে আমলে নেয়নি বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বিশ্ববিদ্যালয় চারুকলা ইনস্টিটিউটে দীর্ঘ ২ মাসেরও অধিক সময় ধরে বিদ্যমান অচলাবস্থা নিরসনের ব্যাপারেও বিশ্ববিদ্যালয় প্রশাসন চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে বলে শিক্ষক সমিতি তাদের বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছে।
এসব ঘটনার প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি আগামী ১৬ জুন সকাল ১১টায় বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ভবনের সামনে প্রতিবাদী মানববন্ধন কর্মসূচি পালন করবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।