রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩২

জুয়ার আসর থেকে আটক ৩৫

| প্রকাশিতঃ ১৫ জুলাই ২০১৭ | ৯:০১ পূর্বাহ্ন

চট্টগ্রাম: হাটহাজারীতে চৌধুরীহাটের পূর্বে শ্বশানঘাট এলাকায় জুয়ার আসর থেকে ৩৫ জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাত সোয়া ১০টার দিকে তাদের আটক করা হয়।

হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল মাসুম বলেন, গোপন খবরের ভিক্তিতে শুক্রবার রাতে এই অভিযান পরিচালনা করা হয়। এসময় হাতেনাতে জুয়া খেলার সরঞ্জামাদিসহ ৩৫ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।