রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩২

মাত্র ২০ টাকার জন্য খুন

| প্রকাশিতঃ ১৫ জুলাই ২০১৭ | ৭:১৭ অপরাহ্ন

চট্টগ্রাম: চট্টগ্রামের সন্দ্বীপে মাত্র ২০ টাকা বাকি না দেওয়ায় মো. আবু সায়েদ নামের এক তরুণ খুন হয়েছেন। শুক্রবার সন্ধ্যায় ক্রিকেট ব্যাট দিয়ে সায়েদকে আঘাত করার পর চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে তার মৃত্যু হয়।

নিহত সায়েদ (২২) সন্দ্বীপের মুছাপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের হানিফ পাটোয়ারির বাড়ির মৃত মো. বাসারের ছেলে।

সন্দ্বীপ থানার ওসি শামসুল ইসলাম বলেন, ক্রিকেট খেলার ব্যাটের আঘাতে আবু সায়েদ গুরুত্বর আহত হন। এরপর তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজে নেয়া হলে শনিবার সকালে তার মৃত্যু হয়। আমরা এ ঘটনায় শামীম নামের এক যুবককে গ্রেফতার করেছি।

তিনি আরও বলেন, স্থানীয়রা পুলিশকে জানিয়েছে, নিজাম সওদাগর তার দোকানে সায়েদকে বসিয়ে রেখে বের হন। এসময় সোহেল নামের এক যুবক ২০ টাকা বাকিতে মোবাইল ফোনে রিচার্জ করতে চান। সায়েদ তাতে রাজি না হওয়ায় ক্ষিপ্ত হয়ে কয়েকজন তরুণ তার ওপর হামলা করেছে।