রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩২

চবি সাংবাদিকতা বিভাগের ছাত্রী সাংবাদিকতা বিভাগেরই চেয়ারম্যান

| প্রকাশিতঃ ১৬ জানুয়ারী ২০২৩ | ১:২৩ অপরাহ্ন


চট্টগ্রাম : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের নতুন সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন বিভাগের সহযোগী অধ্যাপক রওশন সোমা।

আজ সোমবার বিভাগের সদ্য বিদায়ী সভাপতি সহযোগী অধ্যাপক মো. শহীদুল হক দায়িত্ব হস্তান্তর করেন।

দায়িত্ব নিয়ে রওশন সোমা চবি যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের একাডেমিক ও গবেষণা কার্যক্রমকে আরও জোরদার করতে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

উল্লেখ্য, রওশন সোমা চবি যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রথম ব্যাচের (১৯৯৪) ছাত্রী ছিলেন। পড়াশোনা শেষে তিনি একই বিভাগে শিক্ষকতা শুরু করেন। অবশ্য তার আগে প্রথম আলোতে প্রায় দুইবছর স্টাফ রিপোর্টার হিসেবে মাঠের সাংবাদিকতায় শ্রেষ্ঠত্বের প্রমাণ রাখেন রওশন সোমা।

রওশন সোমার স্বামী ড. মোহাম্মদ সহিদ উল্যাহ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক হিসবে কর্মরত আছেন।