রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩২

স্ত্রীর যৌতুক মামলায় যুবক কারাগারে

| প্রকাশিতঃ ১৫ জুলাই ২০১৭ | ১০:২৩ অপরাহ্ন

চট্টগ্রাম: চট্টগ্রামের রাউজান উপজেলায় স্ত্রীর দায়ের করা যৌতুক মামলায় মো. হোসেন আলী নামের এক যুবককে কারাগারে পাঠিয়েছে আদালত। শনিবার চট্টগ্রামের বিচারিক হাকিম মো. হেলাল উদ্দিন এই আদেশ দেন।

হোসেন আলী (৩৫) রাউজান থানার উনসত্তরপাড়ার সাহেদুল্লাহ কাজীর বাড়ীর মৃত আবুল হোসেনের ছেলে।

মামলার বাদি পক্ষের আইনজীবি আসাদুজ্জামান খান বলেন, হোসেন আলীর বিরুদ্ধে যৌতুকের দাবীতে নির্যাতনের অভিযোগে গত ১২ মার্চ আদালতে একটি মামলা দায়ের করেন তার স্ত্রী। ওই মামলায় গত ১৩ এপ্রিল তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারী করেন আদালত।

তিনি আরও বলেন, গতকাল শুক্রবার তাকে গ্রেফতারের পর শনিবার আদালতে হাজির করে পুলিশ। আসামি পক্ষে জামিনের আবেদন করা হয়। এই বিষয়ে মামলার পরবর্তী ধার্য দিনে শুনানি হবে জানিয়ে হোসেন আলীকে কারাগারে পাঠান আদালত।