রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩২

বিদেশে বসে সরকার হটানোর চক্রান্ত সফল হবে না : ওবায়দুল কাদের

| প্রকাশিতঃ ১৬ জুলাই ২০১৭ | ৬:৪১ অপরাহ্ন

চট্টগ্রাম: বিদেশে বসে সরকার হটানোর চক্রান্ত সফল হবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। রোববার চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের প্রতিনিধি সভায় তিনি এই মন্তব্য করেন।

চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় একটি কনভেনশন সেন্টারে এই সভা অনুষ্ঠিত হয়। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দুই মাসের জন্য লন্ডন সফরে যাবার একদিনের মাথায় তিনি এই বক্তব্য দিলেন।

আওয়ামী লীগের শীর্ষ নেতা ওবায়দুল কাদের বলেন, পরিষ্কাকারভাবে বলতে চাই, আমাদের শক্তির উৎস বাংলাদেশের জনগণ। বিদেশে বসে ষড়যন্ত্র করে আওয়ামী লীগ সরকার, শেখ হাসিনার সরকারকে হটানোর চক্রান্ত কোনদিনও সফল হবে না। এজন্য আওয়ামী লীগের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে।

বিএনপি ও তাদের দোসরদের প্রধান টার্গেট শেখ হাসিনা মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, বার বার তাকে হত্যার চক্রান্ত হয়েছে। শেখ হাসিনাকে হত্যার চক্রান্ত এখনও চলছে। বিএনপির শত্রু আওয়ামী লীগ না। তাদের এখন প্রধান টার্গেট শেখ হাসিনা। তাকে হঠাতে পারলেই বিএনপির শান্তি।

ওবায়দুল কাদের নেতাকর্মীদের উদ্দেশে বলেন, আপনারা ঐক্যবদ্ধ না হলে, আপনারা দুর্বল হলে আওয়ামী লীগের যে ক্ষতি হবে ২০০১ সালের চেয়েও ভয়ংকর হবে পরিস্থিতি। মনে আছে ২০০১ সাল? বিএনপি ক্ষমতায় আসলে দেশের কি পরিস্থিতি হবে সেটা একবার ভেবে দেখেন? ২০০১ সালের পর পাঁচ বছর বাংলাদেশে ছিল অমানিশার অন্ধকার। সেই অমানিশার অন্ধকারে ফিরে যাবে দেশ যদি বিএনপি আবার ক্ষমতায় আসে।

নেতাকর্মীদের উদ্দেশে তিনি আরও বলেন, বিএনপি এবং তার দোসররা যদি ক্ষমতায় আসে আবারও একুশে আগস্টের মতো ঘটনা ঘটবে। আবারও ২১ হাজার আওয়ামী লীগ নেতাকর্মীর রক্ত ঝরবে, খুন-লুন্ঠন হবে। বিএনপি ক্ষমতায় এলে আবারও নজিরবিহীন খুন, লুন্ঠনের নারকীয় নৈরাজ্য ফিরে আসবে। অতীতের সেই দুঃসহ স্মৃতি যদি মনে থাকে তাহলে অনৈক্য করবেন না, কলহ করবেন না। দলকে বিভক্ত করবেন না।

কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, বেগম খালেদা জিয়া লন্ডনে গেছেন। জানি না তিনি পুত্রের সঙ্গে মিলে কি ষড়যন্ত্র করছেন। বেগম জিয়া যতবারই লন্ডনে গেছেন, ফিরে আসার পর দেশে জ্বালাও-পোড়াও সন্ত্রাস করেছেন। এবারও তিনি আবারও জ্বালাও-পোড়াও শুরু করতে পারেন।

চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমেদের সভাপতিত্বে প্রতিনিধি সভায় বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহবুবুল আলম হানিফ, প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম, ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, কেন্দ্রীয় নেতা আমিনুল ইসলাম আমিন প্রমুখ। প্রতিনিধি সভায় চট্টগ্রাম দক্ষিণ জেলার তৃণমূলের ২ হাজার ২০০ প্রতিনিধি উপস্থিত ছিলেন।