
চট্টগ্রাম : গাউসুল আজম মাইজভান্ডারী পলিটেকনিক ইন্সটিটিউটের (জিএএমপিআই) দ্বিতীয় ব্যাচের ১ম পর্বের ওরিয়েন্টেশন কোর্স শনিবার (৪ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হবে।
শনিবার সকাল ৯টায় ফটিকছড়ির মাইজভান্ডার দরবার শরীফের শাহ এমদাদীয়া ভবন-০২ এর ইন্সটিটিউট মিলনায়তনে উক্ত ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত হবে।
গাউসুল আজম মাইজভান্ডারী পলিটেকনিক ইন্সটিটিউটের অধ্যক্ষ মো. আবদুল বাতেন জানান, প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সভাপতি ও দরবারের নায়েব সাজ্জাদানশীন শাহজাদা সৈয়দ ইরফানুল হক মাইজভান্ডারী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন।
এতে প্রধান অতিথি ও উদ্বুদ্ধকারী বক্তা হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক মুখ্য সচিব ড. মো. আবদুল করিম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ফটিকছড়ি উপজেলা চেয়ারম্যান হোসাইন মোহাম্মদ আবু তৈয়ব।
সকল ভর্তিকৃত ছাত্রছাত্রী, অভিভাবক, জনপ্রতিনিধিবৃন্দকে অনুষ্ঠানে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন গাউসুল আজম মাইজভান্ডারী পলিটেকনিক ইন্সটিটিউটের অধ্যক্ষ মো. আবদুল বাতেন।