রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩২

চট্টগ্রামে ‘স্টাডি ইন ইন্ডিয়া এক্সপো’ শুরু

| প্রকাশিতঃ ১৪ ফেব্রুয়ারী ২০২৩ | ৭:৪৩ অপরাহ্ন


চট্টগ্রাম : চট্টগ্রামে অ্যাফেয়ার্স এক্সিবিশন অ্যান্ড মিডিয়া প্রাইভেট লিমিটেড আয়োজিত ‘স্টাডি ইন ইন্ডিয়া এক্সপো’র উদ্বোধন করা হয়েছে। আগামী ১৪, ১৫ ও ১৬ ফেব্রুয়ারি তিন দিনব্যাপী অনুষ্ঠিত এই এক্সপোতে অংশ নিচ্ছে ভারতের প্রায় ৩০ শিক্ষাপ্রতিষ্ঠান।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) সকালে নগরীর দ্য পেনিনসুলাতে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার ড. রাজীব রঞ্জন এ মেলার উদ্বোধন করেন।

আয়োজকরা জানান, ভারত শুধু একটি বন্ধুত্বপূর্ণ দেশই না বরং বহু সাংস্কৃতিক পরিবেশ, বিশ্বমানের পরিকাঠামো, উন্নত গবেষণা এবং উদ্ভাবন ও শিক্ষার জন্য একটি বিশ্বব্যাপী গন্তব্য হিসেবেও বিবেচিত।

অ্যাফেয়ার্স এক্সিবিশন অ্যান্ড মিডিয়া প্রাইভেট লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক সঞ্জীব বোলিয়া বলেন, বাংলাদেশের অভিভাবক এবং শিক্ষার্থীদের সঙ্গে ভারতীয় শিক্ষাপ্রতিষ্ঠানের সরাসরি যোগাযোগের উপযুক্ত প্ল্যাটফর্ম এ প্রদর্শনী। ভারতীয় শিক্ষার মান সম্পর্কে জানার একটি বড় সুযোগ এই এক্সপো।

তিনি আরও বলেন, মেলায় ভারতীয় শিক্ষা ব্যবস্থার গুরুত্ব তুলে ধরা হবে। এছাড়া কাউন্সেলিংয়ের পাশাপাশি অ্যাপ্লিকেশন-এর সুযোগ থাকবে। যা স্ট্যান্ডার্ড থ্রি থেকে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি পর্যন্ত উন্মুক্ত থাকবে। ফলে কম খরচে বিশ্বমানের শিক্ষা উপভোগ করতে পারবে।

‘স্টাডি ইন ইন্ডিয়া এক্সপো’ মূলত অ্যাফেয়ার্স এক্সিবিশনস অ্যান্ড মিডিয়া প্রাইভেট লিমিটেডের ধারণা। ভারত থেকে পাঁচ শতাধিক প্রতিষ্ঠান তাদের শিক্ষা মেলায় অংশ নিয়েছে এবং বিভিন্ন দেশের প্রায় দশ লক্ষাধিক লোকের কাছে পৌঁছেছে এই এক্সপো। বর্তমানে আফ্রিকা এবং উপসাগরের বিভিন্ন দেশে কার্যক্রম রয়েছে তাদের।

বুধবার ‘স্টাডি ইন ইন্ডিয়া এক্সপো’র চট্টগ্রাম পর্ব শেষ হয়ে আগামী ১৭ ও ১৮ ফেব্রুয়ারি ঢাকায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বসবে ‘স্টাডি ইন ইন্ডিয়া এক্সপো’।