রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩২

তলা ফুটো হয়ে সৈকতে আটকে গেছে জাহাজ

| প্রকাশিতঃ ২৩ জুলাই ২০১৭ | ৪:০৯ অপরাহ্ন

চট্টগ্রাম: বহির্নোঙর থেকে চিনি নিয়ে চট্টগ্রাম বন্দরে ফেরার পথে তলা ফুটো হয়ে পানি ঢোকার পর চিনিবাহী একটি লাইটারেজ জাহাজ চট্টগ্রামের পতেঙ্গা সৈকতে আটকে গেছে। রোববার ভোর রাতের দিকে সিটি-১১ নামের লাইটারেজ জাহাজটি তীরে আটকে যায়।

চট্টগ্রাম বন্দরের সদস্য (প্রশাসন ও পরিকল্পনা) জাফর আলম বলেন, শনিবার বন্দরের বহির্নোঙরে মাদার ভ্যাসেল থেকে চিনি নিয়ে খালাসের জন্য তীরে ফিরছিল সিটি-১১। ওই সময় বৈরী আবহাওয়ায় উত্তাল ঢেউয়ের মধ্যে সিটি গ্রুপের মালিকানাধীন জাহাজের তলা ফুটো হয়ে পানি ঢুকতে শুরু করে।

তিনি আরও বলেন, এরপর ভোর রাতের দিকে পতেঙ্গা সৈকতের কাছে উপকূলের চড়ায় আটকে যায় জাহাজটি। ওই জাহাজে দুই হাজার মেট্রিক টন চিনি রয়েছে। জাহাজের ১৪ জন নাবিকের সবাই নিরাপদে আছেন। এ ঘটনায় বন্দর চ্যানেলে জাহাজ চলাচলে কোনো সমস্যা হচ্ছে না।