শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩২

জয়াকে প্রশংসায় ভাসালেন বিদ্যা বালান

| প্রকাশিতঃ ২৩ জুলাই ২০১৭ | ৭:০৮ অপরাহ্ন

ঢাকা: বাংলাদেশের জয়া আহসানকে প্রশংসায় ভাসালেন বলিউড সেক্স সিম্বল বিদ্যা বালান; ‘ওর মতো শক্তিশালী অভিনেত্রী আমি খুব কমই দেখেছি।’

ভারতীয় গণমাধ্যমের খবরে জানা যায়, সম্প্রতি কলকাতায় মুক্তি পেয়েছে শর্ট ফিল্ম ভালোবাসার শহর। এই ছবি দেখে আর চুপ থাকতে পারেননি বলিউড অভিনেত্রী। আর তার বক্তব্য প্রকাশ করেছে কলকাতার একটি পত্রিকা।

বিদ্যা বলেন, বাংলা ছবির আমি অন্ধ ভক্ত। বহু বাংলা ছবি আমি আজও দেখি। নানা বাঙালি পরিচালকের সঙ্গে কাজ করেছি বার বার, সেটা ভাল করেই জানেন আপনারা। আমি তো সবসময়ে বলি, বাংলা আমার দ্বিতীয় ভাষা। আনন্দের শহর কলকাতা আমার সেকেন্ড হোম। ভালবাসার শহর দেখার ইচ্ছেটা সেই ভাষার জন্যে ভালোবাসা থেকেই।

বিদ্যা বলেন, ছবিটি দেখার পর কিছুক্ষণ বাকরুদ্ধ হয়ে গিয়েছিলাম। চুপ করে বসেছিলাম। ভেতরে ভেতরে চলছিল একটা তীব্র অস্থিরতা। এ কোন পৃথিবীর দৃশ্য দেখলাম আমি! যুদ্ধবিধ্বস্ত হোমস শহরের ছবি আমাকে ঝাঁকুনি দিয়ে গেল। আমরা এখনও কতখানি অজ্ঞতা, কত দুর্বল স্মৃতি নিয়ে বসবাস করি এই পৃথিবীর বুকে। ভাবি, নিজেরা সেফ থাকলেই যথেষ্ট!

জয়ার প্রসঙ্গে বলেন, অন্নপূর্ণা দাসের চরিত্রে কী অপূর্ব অভিনয় করেছে জয়া আহসান! একটি সাধারণ মেয়ে, যে মুসলিম ছেলের ওপর ভরসা করে ঘর ছেড়েছিল, শহর ছেড়ে বহু দূর দেশ সিরিয়ার হোমস শহরে চলে গিয়েছিল। সেই দুঃসাহসী মেয়ের জীবনে নেমে এল অন্ধকার। যুদ্ধের সময়ে নিরুদ্দিষ্ট স্বামী, কোমাচ্ছন্ন ছোট্ট মেয়ে, বৃদ্ধ বাবাকে নিয়ে এক নারীর কী অসমসাহসী লড়াই দেখাল ভালোবাসার শহর, বলে বোঝানোর ক্ষমতা নেই আমার! কী অভিনয় করে দেখালেন জয়া!

রাজকাহিনীর প্রসঙ্গ টেনে বিদ্যা বলেন, জয়ার অভিনয় আমি দেখেছি রাজকাহিনী ছবিতে। ওর মতো শক্তিশালী অভিনেত্রী আমি খুব কমই দেখেছি। জয়ার জন্যে আমার পক্ষ থেকে অনেক হাততালি পাওনা রইল।