রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩২

নানা আয়োজনে পিপলস ইন্সুরেন্সের মহাসম্মেলন

| প্রকাশিতঃ ৭ মার্চ ২০২৩ | ৭:২৭ অপরাহ্ন


ঢাকা : পিপলস ইন্সুরেন্স কোম্পানির প্রধান কার্যালয় এবং শাখা অফিসগুলোর কর্মকর্তা-কর্মচারী ও তাদের পরিবারবর্গের সম্মিলিত অংশগ্রহণে মহাসম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৬ মার্চ) নরসিংদীর আলীজান জুট মিলস প্রাঙ্গণে দিনব্যাপী এ সম্মেলনে মতবিনিময়, আলোচনা, মিলনমেলা নৈশভোজ ছাড়াও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কোম্পানির চেয়ারম্যান জাফর আহমেদ পাটোয়ারীর নেতৃত্বে উদ্বোধন হওয়া এ সম্মেলন সবার অংশগ্রহণ ও নানা আয়োজনে মুখর ছিল।

এতে পরিচালনা পর্ষদের সদস্য মো. আনোয়ারুল হক, আমির হুমায়ুন মাহমুদ চৌধুরী, মোহাম্মদ আলী হোসেন, ফরহাদ আহমেদ আকন্দ, কবির আহমেদ, মাহবুবুর রহমান পাটোয়ারী, মো. আজিজুল হক, জোৎস্না আরা বেগম, শোভিত বিকাশ বড়ুয়া এফসিএমএ, দিলশাদ আহমেদ, কাজী মসিহুর রহমান ছাড়াও সাবেক চেয়ারম্যান ও পরিচালকরা এবং পরিবারসহ কোম্পানিতে কর্মরত কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এতে পারিবারিক মিলনমেলা ছাড়াও ব্যবসা উন্নয়ন কর্মকর্তাদের সঙ্গেও মতবিনিময় সভার আয়োজন করা হয়।

সভায় বিগত বছরের কার্যক্রমগুলোর পর্যালোচনা করে ২০২৩ সালের জন্য ব্যবসা বৃদ্ধির একটি দিকনির্দেশনা তুলে ধরেন কর্মকর্তারা। কোভিড পরবর্তী এ সম্মেলনে সারা দেশ থেকে অংশগ্রহণকারী কর্মকর্তারা তাদের বক্তব্য তুলে ধরেন এবং সম্মেলনটি যথাযথভাবে আয়োজনের জন্য সন্তুষ্টি প্রকাশ করেন।