রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩২

আনোয়ারায় ১০ হাজার ইয়াবা উদ্ধার

| প্রকাশিতঃ ২ অগাস্ট ২০১৭ | ৭:৫৬ অপরাহ্ন

চট্টগ্রাম: চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রায়পুর থেকে ১০ হাজার ইয়াবা বডি উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দিনগত রাতে এসব ইয়াবা উদ্ধার করা হয়।

আনোয়ারা থানার ওসি দুলাল মাহমুদ বলেন, ইয়াবা পাচারের খবর পেয়ে পুলিশের একটি দল রায়পুর ইউনিয়নের উত্তর পরুয়া পাড়ার পিচেরর মাথা এলাকায় অবস্থান নেয়।

পুলিশের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা ইয়াবার একটি প্যাকেট ফেলে পালিয়ে যায়। এতে ১০ হাজার ইয়াবা পাওয়া যায়। যার মূল্য ৩০ লাখ টাকা। ইয়াবা জব্দের ঘটনায় থানায় মামলা হয়েছে।