শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩২

মাইক্রোবাস চাপায় এএসআই নিহত

| প্রকাশিতঃ ৯ জুন ২০১৬ | ১১:৫৪ পূর্বাহ্ন

ctgচট্টগ্রাম: নগরীতে দায়িত্ব পালনের সময় মাইক্রোবাসের ধাক্কায় রুপন কান্তি নাথ (৪০) নামে ইপিজেড থানারে এক সহকারী উপপরিদর্শক (এএসআই) নিহত হয়েছেন। দুর্ঘটনার পর চালক মাইক্রোবাসটি (ঢাকামেট্রো-চ-১৩-২০৮০) ফেলে পালিয়ে গেছে। পুলিশ মাইক্রোবাসটি জব্দ করেছে।

বুধবার দিবাগত রাত দেড়টার দিকে নগরীর ইপিজেড থানার দুই নম্বর মাইলের মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ইপিজেড থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, হোন্ডাটহল থেকে একটি তথ্য নিয়ে থানায় ফিরছিলো এএসআই রুপন নাথ। তার মোটরসাইকেলটি দুই নম্বর মাইলের মাথা কর্ণফুলি মার্কেটের সামনে আসার সঙ্গে সঙ্গে একটি দ্রুতগামী মাইক্রোবাস চাপা দেয় রুপনের মোটরসাইকেলটিকে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

‘মাইক্রোবাসটি এতো গতিতে ছিল, রুপনের মোটরসাইকেলটিসহ তাকে প্রায় ৫০ গজ দুরে নিয়ে ফেলেছে। এতে তার হাত-পা ভেঙে যায়, আঘাত পায় শরীরের অন্যান্য অংশেও। মোটরসাইকেলটি কয়েক টুকরো হয়ে গেছে। ধারণা করেছি মাইক্রো চালক মাতাল অবস্থায় ছিল।’

ওসি বলেন, ‘ঘটনার ভয়াবহতা দেখে বিষয়টি ইচ্ছাকৃতভাবে ঘটানো হয়েছে কি না তা নিয়ে সন্দেহ হচ্ছে। কেননা ইতোমধ্যে পুলিশ সদস্য ও তাদের পরিবারের ওপর টার্গেট করে হামলা হয়েছে।’

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক আবু হামিদ জানান, গুরুতর আহত অবস্থায় রুপনকে হাসপাতালে নিয়ে যাবার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেছেন। এএসআই রুপন কান্তি নাথের মরদেহ হাসপাতালে মর্গে ময়নাতদন্তের জন্য রাখা হয়েছে।