রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩২

‘কর্ণফুলীর উন্নয়নে নৌকায় ভোট দিন’

| প্রকাশিতঃ ১১ অগাস্ট ২০১৭ | ১১:৩০ অপরাহ্ন

চট্টগ্রাম: চট্টগ্রাম সিটি করপোরেশনের একুশে সম্মাননা স্মারক প্রাপ্ত সমাজসেবক, ডায়মন্ড সিমেন্ট লিমিটেড এর পরিচালক আলহাজ্ব আজিম আলী বলেছেন, বিএনপি সমর্থিত সাবেক মেয়র মঞ্জুরুল আলমের কাছে কোন উন্নয়ন কাজের অনুরোধ নিয়ে গেলে তিনি অভিযোগ করে বলতেন, বিএনপি সমর্থিত মেয়র বলে সরকার আমাকে ফান্ড দিচ্ছে না। আমি কাজ কি দিয়ে করবো।; ফলে তিনি মেয়র হিসেবে ব্যর্থ হয়েছেন। আমরা কর্ণফুলীর মানুষ সেই ভুল করতে চাই না। প্রশাসনিক জটিলতায় আমরা অনেক উন্নয়ন বঞ্চিত হয়েছি। আমরা আর বঞ্চিত হতে চাই না।

শুক্রবার সন্ধ্যায় কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটা খোয়ানগরে আসন্ন উপজেলা নিবার্চনে নৌকার সমর্থনে আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি কর্ণফুলীবাসীকে ২০ আগস্ট নির্বাচনে কর্ণফুলীর উন্নয়নে নৌকা প্রতীকে ভোট দিয়ে উপজেলা চেয়ারম্যান প্রার্থী ফারুক চৌধুরী, ভাইস চেয়ারম্যান প্রার্থী দিদারুল ইসলাম দিদার ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী বানাজাকে বিজয়ী করার অনুরোধ জানিয়ে বলেন, নৌকা প্রার্থী বিজয়ী হলে ভূমিপ্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এর হাত শক্তিশালী হবে। মুখ উজ্জ্বল হবে। তিনি বড় মুখ নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে কর্ণফুলী উপজেলার জন্য বেশী বেশী করে প্রকল্প চাইতে পারবেন।

চরপাথরঘাটা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ছৈয়দ আহমদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন ছিদ্দিক আহমদ বিকম, কর্ণফুলী উপজেলা আওয়ামীলীগের সেক্রেটারী হায়দার আলী রণি, দক্ষিণ জেলা শ্রমিকলীগের সেক্রেটারী ইঞ্জিনিয়ার ইসলাম আহমদ, চরলক্ষ্যা ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী, কর্ণফুলী উপজেলা আ’লীগের নেতা এমএ মারুফ, নুর আহম্মদ, জসিম উদ্দীন, আবদুল করিম ফোরকান, কর্ণফুলী উপজেলা যুবলীগের সেক্রেটারী সেলিম হক, তাহের আহমদ মেম্বার, ছাত্রলীগ নেতা মালেক রানা, সাইফু উদ্দীন, সালাউদ্দিন নয়ন, জাহাঙ্গীর আলম, আনোয়ার হোসেন আরিফ, মোহাম্মদ ইউছুপ, আশরাফ আলী, সাজ্জাদ সাজিদ প্রমুখ।