চবি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২০১৭-১৮ শিক্ষাবর্ষে স্নাতক (অনার্স) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা নেয়া হবে চারটি ইউনিটের অধীনে। রোববার বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির এক সভায় এ সিদ্ধান্ত চূড়ান্ত হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আদলে বিজ্ঞান, মানবিক, ব্যাবসায় শিক্ষা ও বিভাগ পরিবর্তনের জন্য যথাক্রমে এ, বি, সি, ও ডি বিভাগের অধীনে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়া ভর্তি যোগ্যতাও শিথিল করা হয়েছে।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায় ২০১৭ সালে এইচএসসি পরীক্ষায় ফিলাফল বিপর্যয়ের কারণেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। বিজ্ঞান বিভাগের জন্য এসএসসি ও এইচএসসি দুটিতে আলাদা করে জিপিএ ৩ থাকতে হবে এবং মোট জিপিএ ৬.৫ থাকতে হবে। মানবিক বিভাগের জন্য এস এস সি ও এইচ এসসি দুটিতে আলাদা করে জিপিএ ২.২৫ থাকতে হবে এবং মোট জিপিএ ৫.৫ । ব্যবসা বিভাগের জন্য এসএস সি ও এইচএসসি তে আলাদা করে জিপিএ ৩ থাকতে হবে এবং মোট জিপিএ ৬।
ভর্তি পরীক্ষার সম্ভব্য তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২৬ থেকে ৩০ অক্টোবর। আবেদন প্রক্রিয়ার বিষয়টি পরে জানানো হবে।
এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. কামরুল হুদা বলেন, যারা এ বছর এইচএসসি পাশ করেছে তারাই কেবল পরীক্ষা দিতে পারবে। আর ফলাফল বিপর্যয়ের বিষয়টি মাথায় রেখেই ভর্তি যোগ্যতা শিথিল করা হয়েছে ।