রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩২

অটোরিকশার ধাক্কায় গেল শিশুর প্রাণ

| প্রকাশিতঃ ১৭ অগাস্ট ২০১৭ | ৬:১০ অপরাহ্ন

চট্টগ্রাম: চট্টগ্রামে সিএনজি অটোরিকশার ধাক্কায় মো. ফয়সাল নামে আট বছরের এক শিশু প্রাণ হারিয়েছে।

বৃহস্পতিবার দুপুর ১টার দিকে আনোয়ারা উপজেলার বৈরাগী স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক জহিরুল ইসলাম বলেন, আনোয়ারার বৈরাগী স্কুলের সামনের সড়কে হেঁটে যাওয়ার সময় একটি সিএনজি অটোরিকশা ফয়সালকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।