রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩২

ঢাকার মেয়র আনিসুল হকের জন্য চট্টগ্রামে দোয়া মাহফিল

| প্রকাশিতঃ ১৭ অগাস্ট ২০১৭ | ৬:৪৬ অপরাহ্ন

চট্টগ্রাম: ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হকের রোগমুক্তির জন্য চট্টগ্রামে দোয়া মাহফিল ও বিশেষ মুনাজাত অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে নগরভবনে আবদুচ ছত্তার মিলনায়তনে মিলাদ মাহফিলের আয়োজন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন।

চসিকের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হকের অসুস্থতার কথা জানতে পেরে মর্মাহত হন মেয়র আ জ ম নাছির উদ্দীন। ঢাকার মেয়রের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়ে মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, ব্যক্তি হিসেবে আনিসুল হক একজন সৎ ও ভালো মানুষ। আনিসুল হক মেয়র পদে নির্বাচিত হওয়ার পর থেকে নাগরিক স্বার্থে জনকল্যাণমূলক কাজ করে যাচ্ছেন। তিনি ঢাকা উত্তর সিটিকে যানজট মুক্ত করার লক্ষ্যে বিভিন্ন সময় বিভিন্ন পদক্ষেপ গ্রহন করছেন এবং কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। শহরকে যানজটমুক্ত ও পরিবেশ সুরক্ষায় তিনি সার্বক্ষনিক কাজ করেন। তার মতো দক্ষ ও পরিশ্রমী মানুষ সমাজে বিরল ।

মিলাদ মাহফিল ও বিশেষ মোনাজাতে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাধারন ও সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর, বিভাগীয় ও শাখা প্রধান, ঠিকাদারবৃন্দ সহ চসিক এর কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। দোয়া মাহফিল ও বিশেষ মোনাজাত পরিচালনা করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের এবাদত খানার পেশ ইমাম মো. শওকত উসমান।

উল্লেখ্য, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হককে আইসিইউতে রাখা হয়েছে। তিনি ২৯ জুলাই যুক্তরাজ্য যান। সেখানে অসুস্থ হয়ে গত ৩দিন ধরে আইসিইউতে আছেন। মাথায় রক্ত চলাচলের সমস্যায় ভুগছেন মেয়র আনিসুল হক।