ঢাকা: বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী জাকিয়া বারী মম ছোট পর্দার পাশাপাশি বড় পর্দায়ও কাজ করছেন। এবার বলিউডের হিন্দি ছবিতে কাজ করতে যাচ্ছেন তিনি। নাম চূড়ান্ত না হওয়া এ ছবিটি পরিচালনা করবেন ফয়সাল সাইফ।
এ প্রসঙ্গে ফয়সাল সাইফ বলেন, আমার নতুন ছবির গল্পের কাহিনি নারীকেন্দ্রিক। পুরো গল্পটি ডার্ক থ্রিলার ধাঁচের। আর এ ছবিতে বাংলাদেশের জাকিয়া বারী মমকে নিচ্ছি আমি। এক কথায় বলতে গেলে এ ছবির মূল নায়ক বা নায়িকা বলতে মমই থাকবেন। কারণ তাকে ঘিরেই ছবির মূল কাহিনি সাজানো। স্ক্রিপ্টটি মমর পছন্দ হয়েছে। ৭ সেপ্টেম্বর এ ছবিতে চুক্তিবদ্ধ হওয়ার জন্য ভারতে আসছেন তিনি। আশা করি, নভেম্বরে আমরা এ ছবির কাজ শুরু করতে পারব।’
মমর সঙ্গে এ ছবিতে আর কারা অভিনয় করবেন তা এখনো নিশ্চিত হয়নি। তবে মম এরই মধ্যে তার ফেসবুকে এ ছবিতে কাজ করার বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে মম অভিনীত তৌকীর আহমেদের ‘দারুচিনি দ্বীপ’, রকিবুল আলম রকিবের ‘প্রেম করবো তোমার সাথে’ ও শিহাব শাহীনের ‘ছুঁয়ে দিলে মন’ ছবিগুলো মুক্তি পায়। এ ছাড়া মম আনিসুর রহমান মিলনের বিপরীতে ‘স্বপ্নবাড়ি’ নামে একটি ছবির বেশ কিছু অংশের কাজ শেষ করেছেন। ছবিটি পরিচালনা করেছেন তানিম রহমান অংশু। এ ছবিটিও সামনে শিগগিরই মুক্তি পাবে।