মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২

পুতিনের সঙ্গে বৈঠক করতে রাশিয়া যাচ্ছেন কিম

| প্রকাশিতঃ ৫ সেপ্টেম্বর ২০২৩ | ১০:০৪ পূর্বাহ্ন


আন্তর্জাতিক ডেস্ক : চলতি মাসে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দেখা করতে রাশিয়া যাচ্ছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন।

অস্ত্র সরবরাহ ইস্যুতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনা করবেন তিনি।

সোমবার মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানায় নিউইয়র্ক টাইমস ও সিবিএস নিউজ। পিয়ংইয়ং থেকে অস্ত্রে সজ্জিত ট্রেনে রুশ শহর ভ্লাদিভোস্টকে যেতে পারেন কিম।

তাদের বৈঠকটি রাশিয়ার পূর্ব উপকূলের বন্দর শহর ভ্লাদিভোস্টকে হতে পারে। কিম জং উন ও ভ্লাদিমির পুতিনের শেষ দেখা হয়েছিল ২০১৯ সালের এপ্রিলে।

গত জুলাইয়ে রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগুর সঙ্গে সাক্ষাৎ হয় কিমের। কোরিয় যুদ্ধ অবসানের ৭০তম বার্ষিকী উদযাপনে অনুষ্ঠিত বিশাল সামরিক প্যারেড পরিদর্শন করেন শোইগু।

মার্কিন গণমাধ্যমের প্রতিবেদন নিয়ে এখনও কোনো বিবৃতি দেয়নি রাশিয়া বা উত্তর কোরিয়া।