
চট্টগ্রাম : চট্টগ্রামের কর্ণফুলীতে পাঁচ হাজার ইয়াবা উদ্ধারের মামলায় আবুল হোসেন (৪১) নামের এক মাদক কারবারিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি আসামিকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) চট্টগ্রাম চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক শরীফুল আলম ভূঞাঁ এ রায় দেন বলে জানান আদালতের বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ।
রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে সাজা পরোয়ানা মূলে তাকে কারাগারে পাঠানো হয়। দণ্ডপ্রাপ্ত আবুল হোসেন ঢাকার সাভারের কাঞ্চনপুর গ্রামের বেদেপাড়ার আনু মিয়ার ছেলে।
এর আগে ২০১৯ সালের ২৫ জানুয়ারি চট্টগ্রামের কর্ণফুলী থানাধীন মইজ্জার টেক এলাকা থেকে পাঁচ হাজার পিস ইয়াবাসহ আবুল হোসেনকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় কর্ণফুলী থানায় দায়েরকৃত মামলায় তদন্ত শেষে ২০১৯ সালের ২৮ ফেব্রুয়ারি আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। একই বছরের ২৯ অক্টোবর আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। বিচারকার্যে আদালত সাতজনের সাক্ষ্যগ্রহণ করেন।