ঢাকা : অলরাউন্ডার সাকিব আল হাসানের স্পিন ঘূর্ণিতে পড়ে ঢাকা টেস্টে বাংলাদেশের বিপক্ষে প্রথম ইনিংসে ২১৭ রানেই অলআউট হয়ে গেছে সফরকারী অস্ট্রেলিয়া।
দ্বিতীয় দিনের খেলা শেষ। নিঃসন্দেহে দিনটি বাংলাদেশেরই ছিলো। শেষ দিকে ৪৪ রানের মাথায় দ্বিতীয় ইনিংসে প্রথম উইকেট হারাল বাংলাদেশ। সফরকারী অস্ট্রেলিয়াকে সৌম্য সরকারের উইকেটটি উপহার দিল বাংলাদেশ দল। ব্যক্তিগত ১৫ রান করে অ্যাগারের বলে অাউট হয়ে ফিরে গেছেন সৌম্য।
দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ১ উইকেটে ৪৫ রান। তামিম ৩০ ও তাইজুল ইসলাম ০ রানে ব্যাট করছেন। বাংলাদেশ দল ৮৮ রানে এগিয়ে।
এর আগে বাংলাদেশ দল প্রথম ইনিংসে ২৬০ রানে অলআউট হয়। অস্ট্রেলিয়াও প্রথম ইনিংসে বাংলাদেশকে স্পর্শ করতে পারেনি। মাত্র ২১৭ রানে অলআউট। ফলে ৪৩ রানের লিড পায় স্বাগতিকরা। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ভালোই শুরু করেছিলেন তামিম ও সৌম্য। মাত্র ২ ওভার বাকি ছিলো দিনের। তাতেই পুরনো রুপে ধরা দিলেন সৌম্য। হারালেন উইকেট। এরপর ক্রিজে এলেন তাইজুল ইসলাম। তামিম তাইজুলকে নিয়ে কোনো অঘটন না ঘটিয়েই দিন শেষ করলেন।
এর আগে বাংলাদেশ ২৬০ রানে প্রথম ইনিংসে অলআউট হয়। প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে বাংলাদেশি বোলারদের বিধ্বংসী বোলিংয়ে ২১৭ রানে গুটিয়ে যায় সফরকারী অস্ট্রেলিয়া।