শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩২

রেকর্ড সংখ্যক কন্টেনার হ্যান্ডলিং চট্টগ্রাম বন্দরে

| প্রকাশিতঃ ৫ সেপ্টেম্বর ২০১৭ | ১১:৫২ পূর্বাহ্ন

চট্টগ্রাম: গত আগস্টে চট্টগ্রাম বন্দরের ইতিহাসে রেকর্ডসংখ্যক কন্টেইনার হ্যান্ডেলিং হয়েছে।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ বলছে, চলতি বছরের আগস্টে আমদানি–রপ্তানিতে ২ লাখ ৩০ হাজার ৭২৫ টিইইউস (টোয়েন্টিফিট ইক্যুভেলেন্ট ইউনিট) কন্টেইনার হ্যান্ডেলিং করা হয়েছে যা এ যাবতকালের রেকর্ড। প্রসঙ্গত, চলতি বছরের মার্চ মাসে দুই লাখ ১৮ হাজার ৮৭৮ টিইইউ কন্টেইনার হ্যান্ডলিং ছিল বন্দরের সর্বোচ্চ।

বর্হিনোঙরে জাহাজ জট ও জেটিতে কন্টেনার জট নিয়ে ব্যবসায়ীদের সমালোচনার মাঝে এটি একটি বিরাট মাইলফলক বলছে বন্দর কর্তৃপক্ষ।

এ ব্যাপারে জানতে চাইলে চট্টগ্রাম বন্দরের সদস্য (প্রশাসন ও পরিকল্পনা) মো.জাফর আলম বলেন, ‘কাস্টমস কর্মকর্তাদের সংখ্যা বৃদ্ধি, দ্রুত কন্টেইনার স্ক্যানিং, নতুন যন্ত্রপাতি সংযোজন ও ইয়ার্ড বৃদ্ধির ফলে বন্দরে কাজের গতি আগের চেয়ে বৃদ্ধি পেয়েছে। ফলে এই সাফল্য এসেছে। নিঃসন্দেহে এটি একটি বিরাট মাইলফলক।’

উল্লেখ্য, গত ২০১৬–১৭ অর্থ বছরে চট্টগ্রাম বন্দর দিয়ে ২৪ লাখ ১৯ হাজার কন্টেইনার পরিবহন সম্ভব হয়। এর আগে ২০১৫–১৬ অর্থ বছরে এ পরিমাণ ছিল ২১ লাখ ৮৯ হাজার কন্টেনার।