রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩২

‘মাদ্রাসা শিক্ষার্থীরা এখন বিসিএস ক্যাডার, বিচারক হচ্ছেন’

| প্রকাশিতঃ ২১ অক্টোবর ২০২৩ | ৯:০৯ অপরাহ্ন


চট্টগ্রাম : মাদ্রাসা থেকে আন্তর্জাতিক মানের ইসলামিক স্কলার, বিসিএস ক্যাডার, বিচারক, জাতীয় নেতা, ইঞ্জিনিয়ার, ডাক্তার, ব্যাংকার ব্যবসায়ীসহ বহুমুখী প্রতিভার অধিকারী দক্ষ মানবসম্পদ তৈরি হচ্ছে বলে মন্তব্য করেছেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুর রশীদ।

শনিবার (২১ অক্টোবর) চট্টগ্রামের আনোয়ারা বারখাইন জামেয়া জমহুরিয়া ফাজিল মাদ্রাসার নবনির্মিত প্রশাসনিক ভবনের শুভ উদ্বোধন ও বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুর রশীদ বলেন, মাননীয় প্রধানমন্ত্রী ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করে আলেম ওলামাদের শত বছরের দাবি পূরণের মাধ্যমে মাদ্রাসা শিক্ষার্থীদের উচ্চশিক্ষার পথ উন্মুক্ত করে দেন। এজন্য আমি বঙ্গবন্ধুকন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানাই।

তিনি আরও বলেন, মাদ্রাসা শিক্ষার্থীরা ভাগ্যবান। তাদের দ্বীনি ও আধুনিক জ্ঞান- উভয় জগতে বিচরণ করার সুযোগ আছে। তারা উভয় জগতে পারদর্শী। তাদেরকে দ্বীনি ও আধুনিক জ্ঞানার্জনে কঠোর অধ্যবসায়ী হতে হবে। মাদ্রাসা শিক্ষার্থীরা দেশ বিদেশের বিভিন্ন ক্ষেত্রে তাদের দক্ষতার মাধ্যমে অবদান রাখছে।

মাদ্রাসা শিক্ষার্থীদের প্রতি অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুর রশীদ বলেন, তোমরা যে পেশায় যাও না কেন মহান আল্লাহর সন্তুষ্টির প্রতি খেয়াল রাখতে হবে। আল্লাহর সন্তুষ্টিতে দুনিয়া ও আখিরাতে মুক্তি পাবে।

মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু তাহের মাহমুদ সভাপতিত্বে ও আরবি প্রভাষক আইউবের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল খালেক শওকী, রাঙ্গুনিয়া সরকারি কলেজের ইসলামিক স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান ড. মুহাম্মদ আব্দুল মাবুদ, সোবহানীয়া আলীয়া মাদ্রাসার উপাধ্যক্ষ আল্লামা জুলফিকার আলী চৌধুরী, চট্টগ্রাম সরকারি সিটি কলেজের সাবেক অধ্যাপক মাওলানা আব্দুল আজিম, চুন্নাপাড়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মহিউদ্দিন হাসেমী, বখতিয়ার পাড়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল হান্নান, জাফরাবাদ ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল গফুর, জামিরজুরি ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ সিরাজুল হক আলকাদেরী।

মাদ্রাসা অধ্যক্ষ মাওলানা আব্দুল খালেক শওকীর দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।