চট্টগ্রাম: নির্বাচনে অংশ নিয়ে নিজেদের জনপ্রিয়তা যাচাই করে দেখার জহন্য বিএনপির প্রতি আহ্বান জানিয়েছেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান। শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে পতেঙ্গা বিমানবন্দর সড়কের পাশে নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি।
নৌপরিবহনমন্ত্রী বলেন, আগামী নির্বাচনে বিএনপিকে আসতে হবে। যে কথাই বলেন না কেন, নির্বাচনে আসতে হবে। নির্বাচনে আসেন। নির্বাচনে এসে প্রমাণ করেন জনগণ আপনাদের পক্ষে। কিন্তু বিএনপি জামায়াতের পেট্রোল বোমা, নিপীড়ন-নির্যাতনের কারণে জনগণ শেখ হাসিনার পক্ষে।
তিনি বলেন, আমি বিশ্বাস করি, শেখ হাসিনার নেতৃত্বে যে সরকার পরিচালিত হচ্ছে সেই সরকারের যদি ধারাবাহিকতা থাকে তাহলে আজকে যে কাজগুলো আমরা শুরু করতে যাচ্ছি ইনশাআল্লাহ আগামী মেয়াদের মধ্যে সব কাজ আমরা সম্পন্ন করবো।
এর আগে চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে নগরীর পতেঙ্গা এলাকায় নতুন কন্টেইনার টার্মিনাল নির্মাণকাজের উদ্বোধন হয়। বন্দরের এনসিটি ইয়ার্ডে নতুন আসা চারটি রাবার টায়ার গ্যান্ট্রি (আরটিজি) ক্রেনসহ ৪৬টি হ্যান্ডলিং যন্ত্রপাতি পরিদর্শন করেন মন্ত্রী।
এ সময় নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এম এ লতিফ এমপি, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম খালেদ ইকবাল, বন্দর সদস্য (প্রশাসন) জাফর আলম, চট্টগ্রাম চেম্বারের প্রেসিডেন্ট মাহবুবুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।