রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩২

মায়ানমারের বৌদ্ধরা ‘হায়না’

| প্রকাশিতঃ ৮ সেপ্টেম্বর ২০১৭ | ৬:০৫ অপরাহ্ন

চট্টগ্রাম: মায়ানমারের বৌদ্ধরা তাদের ধর্মীয় শিক্ষা থেকে বিচ্যুত হয়ে আজ ‘হায়না’ হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম।

মায়ানমারে রোহিঙ্গা নির্যাতন ও গণহত্যার প্রতিবাদে শুক্রবার অনুষ্ঠিত মানববন্ধনে তিনি এ মন্তব্য করেন। চট্টগ্রাম মহানগর বিএনপির দলীয় কার্যালয়ের সামনে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথির বক্তব্যে মাহবুবুর রহমান শামীম বলেন, রোহিঙ্গা মুসলমানদের উপর এত নির্মম নৃশংস নির্যাতন ও মানবতাবিরোধী অপরাধ হওয়ার পরেও বিশ্ব বিবেক আজ নীরবতা পালন করছে। মায়ানমারের বৌদ্ধরা তাদের ধর্মীয় শিক্ষা থেকে বিচ্যুত হয়ে আজ হায়নায় পরিণত হয়েছে। মিয়ানমার সরকার রোহিঙ্গাদের বাঙালি আখ্যায়িত করে বাংলাদেশের প্রতি চ্যালেঞ্জ ছুঁড়েছে। তার কড়া জবাব দেওয়া এদেশের সরকার ও জনগণের নৈতিক দায়িত্ব।

তিনি নির্যাতিত রোহিঙ্গা মুসলমানদের রাখাইন রাজ্যে নিরাপদ ভূমি প্রতিষ্ঠা করে রোহিঙ্গা মুসলিম গণহত্যা বন্ধ এবং তাদের নাগরিক অধিকার ফিরিয়ে দিতে মায়ানমার সরকারের ওপর চাপ সৃষ্টি করার আহবান জানান।

চট্টগ্রাম মহানগর বিএনপির সহ-সভাপতি এম.এ. আজিজের সভাপতিত্বে এবং যুগ্ম সম্পাদক এস.এম. সাইফুল আলমের পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর।

সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন নগর বিএনপির সহ-সভাপতি মো. মিয়া ভোলা, জয়নাল আবেদীন জিয়া, আশরাফ চৌধুরী, হারুন জামান, সৈয়দ আহমদ, মফিজুল হক ভূঁইয়া, আবদুস সাত্তার সরওয়ার, এম.এ. হান্নান, শেখ নুরুল্লাহ বাহার, যুগ্ম সম্পাদক কাজী বেলাল উদ্দিন, মো. শাহ আলম, ইসকান্দর মির্জা, ইয়াছিন চৌধুরী লিটন, আবদুল মান্নান ও আনোয়ার হোসেন লিপু প্রমুখ।