শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩২

চট্টগ্রামে পুলিশের অভিযানে গ্রেফতার ২৬৬

| প্রকাশিতঃ ১৪ জুন ২০১৬ | ১২:৫৪ অপরাহ্ন

চট্টগ্রাম: চট্টগ্রাম মহানগর ও জেলায় জঙ্গিবিরোধী সাঁড়াশি অভিযানে ২৬৬জন গ্রেফতার হয়েছেন। সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত সময়ে তাদের গ্রেফতার করা হয়। তবে এ সময়ে জঙ্গি সস্পৃক্ততার অভিযোগে কাউকে আটক করতে পারেনি পুলিশ।

চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) রেজাউল মাসুদ জানান, বিশেষ অভিযানে বিভিন্ন উপজেলা থেকে ২১৫ জনকে গ্রেফতার করা হয়েছে। এরমধ্যে জামায়াত-শিবিরের ১১ নেতাকর্মী রয়েছে। অন্যরা বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ও নিয়মিত মামলার আসামি।

চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (জনসংযোগ) আনোয়ার হোসেন জানান, জঙ্গিবিরোধী বিশেষ অভিযানে নগরীর বিভিন্ন থানা এলাকা থেকে ৫১ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।