শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩২

উপকূলীয় ও চরাঞ্চলে নতুন করে জনবসতি না দিতে নির্দেশনা

| প্রকাশিতঃ ১৪ জুন ২০১৬ | ৪:৫৫ অপরাহ্ন

চট্টগ্রাম: বঙ্গোপসাগর উপক’লীয় ও চরাঞ্চলে নতুন করে জনবসতি গড়ার লক্ষ্যে বন্দোবস্তি না দেওয়ার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মোঃ আবুল কালাম আজাদ। মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিভাগীয় কমিশনারের সঙ্গে ‘ভ’মি পুনরুদ্ধার এবং উন্নয়ন’ শীর্ষক ভিডিও কনফারেন্সে তিনি এ নির্দেশনা দেন।

ভিডিও কনফারেন্সে জেলা প্রশাসকদের উদ্দেশে মুখ্যসচিব বলেন, উপক’লীয় ও চরাঞ্চলে শুধু বন্দর বা ইকোনমিক জোনের জন্যে ভূমি বন্দোবস্ত দেওয়া যাবে। জনবসতির জন্য নতুন করে ভ’মি বন্দোবস্তি দেওয়ার উদ্যোগ বা প্রক্রিয়া শুরুর দরকার নেই। সেখানে স্পেশাল ইকোনমিক জোন করা হবে। এসব জোনের জন্যে জেটি, হোটেল, মোটেল, ডরমেটরি করা হবে। পর্যটন শিল্পের উন্নয়ন করবো। পরিকল্পিত ব্যবহারের মাধ্যমে দেশের সমৃদ্ধি আনবো।

উপক’লীয় এলাকার ভ’মি পুনরুদ্ধার এবং উন্নয়নের জন্যে ভ’মি মন্ত্রণালয়, পানিসম্পদ মন্ত্রণালয়, বন ও পরিবেশ মন্ত্রণালয়ে বিশেষ উইং খোলার নির্দেশনা দেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মোঃ আবুল কালাম আজাদ।

জেলা প্রশাসকদের উদ্দেশ্যে তিনি বলেন, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগের উপক’লীয় এলাকায় যেসব চর জেগেছে এবং যেখানে চর জেগে উঠতে পারে তার তথ্য জরিপ করে ভূমি মন্ত্রণালয় ও পানি সম্পদ মন্ত্রণালয়ে পাঠাবেন। কোথায় বেড়িবাঁধ দিলে বা সংস্কার করলে ভ’মি রক্ষা পাবে এবং কোথায় ক্রসড্যাম দিলে নতুন ভ’মি জেগে উঠতে পারে তার তথ্য থাকতে হবে।

চট্টগ্রামের জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন বলেন, মিরসরাই ও সন্দ্বীপে চর জাগছে। ইতিমধ্যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে মিরসরাই যে ভ’মি জেগে উঠবে সবই ইকোনমিক জোনের জন্যে দেওয়া হবে।

ভিডিও কনফারেন্সে কথা বলেন- চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মোঃ রুহুল আমীন, চট্টগ্রামের জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন, কক্সবাজারের আলী হোসেন, নোয়াখালীর বদরে মুনীর ফেরদৌস, লক্ষীপুরের জিল্লুর রহমান চৌধুরী প্রমুখ।