চট্টগ্রাম: চট্টগ্রামের বোয়ালখালীতে একটি মুরগির খামারে আগুন লেগে আড়াই হাজার মুরগি মারা গেছে। সোমবার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে নাজিরখালী এলাকার শাহাদাত হোসেনের মুরগির খামারে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের বোয়ালখালী স্টেশনের ইনচার্জ প্রণব কান্তি বড়–য়া জানান, বৈদ্যুতিক গোলযোগ থেকে মুরগির খামারটিতে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে দুটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে খামারে থাকা আড়াই হাজার লেয়ার মুরগি মারা গেছে। এ ঘটনায় প্রায় ১২ লাখ টাকার ক্ষতি হয়েছে।
এদিকে মুরগির খামারের মালিক শাহাদাত হোসেনের দাবি, যে মুরগিগুলো পুড়ে মারা গেছে সেগুলো ডিম পাড়ত। প্রত্যেকটি মুরগির বাজারদর প্রায় সাতশ টাকা। সে হিসেবে অগ্নিকান্ডে অন্তত ৩৫ লাখ টাকা ক্ষতি হয়েছে।