
চট্টগ্রাম : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) বিজ্ঞান অনুষদের একটি বিভাগের এক অধ্যাপকের বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে; একই বিভাগের এক ছাত্রী এমন অভিযোগ তুলে বিশ্ববিদ্যালয়ের উপচার্য বরাবর লিখিত দিয়েছেন।
বুধবার (৩১ জানুয়ারি) দুপুরে উপাচার্য বরাবর একটি লিখিত অভিযোগ দাখিল করেন ছাত্রী। এতে তিনি দাবি করেন, ওই অধ্যাপকের তত্ত্বাবধানে স্নাতকোত্তরের থিসিস করছেন তিনি। থিসিস শুরু হওয়ার পর থেকেই অধ্যাপক তাকে বিভিন্নভাবে যৌন হয়রানি করছেন। ৬ জানুয়ারি গবেষণাগারে তাকে একা পেয়ে ওই শিক্ষক যৌন নিপীড়ন করেন। এরপর ১৩ জানুয়ারি নিজের কক্ষে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন।
এ ঘটনার বিচার চেয়ে একদল শিক্ষার্থী বিজ্ঞান অনুষদের সামনে আজ বেলা তিনটার দিকে প্ল্যাকার্ড হাতে মানববন্ধন করেন। তবে অভিযোগের বিষয়টি মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেছেন ওই অধ্যাপক।
তিনি বলেন, আমার বয়স এখন ৫৬ বছর। প্রায় ৩০ বছর আমি শিক্ষকতায় আছি। এই ছাত্রী আমার মেয়ের মতো। আমার বিরুদ্ধে তার এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। অভিযোগ যদি সে প্রমাণ করতে পারে তবে আমি বিশ্ববিদ্যালয় থেকে অব্যাহতি নিয়ে পুরো দুনিয়া থেকেই চির বিদায় নেবো।
চবি উপাচার্য শিরীণ আখতার অভিযোগের বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন।