শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩২

২০২৪ সালের মধ্যে বাংলাদেশ দারিদ্র্যমুক্ত হবে : অর্থমন্ত্রী

| প্রকাশিতঃ ২৮ সেপ্টেম্বর ২০১৭ | ৯:৪২ অপরাহ্ন

বাসস : অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, বাংলাদেশ লক্ষ্য অর্জনের দিকে যেভাবে এগুচ্ছে, তাতে আমরা ২০২৪ সালের মধ্যে দারিদ্র্যমুক্ত হবো।

বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে সাধনা সংসদের রজত জয়ন্তী উদযাপন উপলক্ষে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘জাতিসংঘের হিসাব অনুযায়ী ২০৩০ সালের মধ্যে বাংলাদেশ দারিদ্র্যমুক্ত হওয়ার কথা। তবে এর আগেই ২০২৪ সালের মধ্যে দেশ দারিদ্র্যমুক্ত হবে।’

অর্থমন্ত্রী বলেন, দেশ যেভাবে এগিয়ে যাচ্ছে, তাতে আশা করি ২০৪১ সালের মধ্যে আমরা উন্নত দেশে উন্নীত হতে পারবো। আর ২০২১ সালে মধ্যে আয়ের দেশে যেতে পারবো। তিনি বলেন, আমরা যখন দারিদ্র্যমুক্ত হবো, তখন দেশে প্রকৃত দারিদ্রের সংখ্যা থাকবে মাত্র ৭ শতাংশ। এর মধ্যে থাকবে প্রতিবন্ধী ও বৃদ্ধরা। এই ৭ শতাংশ মানুষ সরকারের ওপর নির্ভরশীল থাকবে।

সাধনা সংসদের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন ভুইয়া সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন। এতে স্বাগত বক্তব্য দেন সংস্থাটির সহসভাপতি রওনক জাহান।