চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীর কর্ণফুলী থানা এলাকা থেকে দুটি বন্দুকসহ ওসমান গণি (২৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার সকালে মহালখান বাজার এলাকার বন্দর কমিউনিটি সেন্টার মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়
ওসমান গণি চট্টগ্রামের বাঁশখালী উপজেলার কদমরসূল গ্রামের মৃত মাহমুদুল হকের ছেলে।
কর্ণফুলী থানার ওসি রফিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকালে মহালখান বাজার এলাকার বন্দর কমিউনিটি সেন্টার মোড় থেকে দুটি দেশী বন্দুকসহ তাকে গ্রেফতার করা হয়। এরপর তাকে থানায় হস্তান্তর করেছে গোয়েন্দা পুলিশ। এ ঘটনায় অস্ত্র আইনে মামলা হয়েছে।