রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩২

মিতু হত্যা তদন্তে দৃশ্যমান অগ্রগতি নেই -পুলিশ কমিশনার

| প্রকাশিতঃ ১৬ জুন ২০১৬ | ৮:১৫ অপরাহ্ন

চট্টগ্রাম: চট্টগ্রামে পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যাকান্ডে কোন দৃশ্যমান অগ্রগতি নেই। এছাড়া গ্রেফতার আবু নছর গুন্নু ও শাহ জামান রবিন জড়িত কিনা- তা পুলিশ এখনো নিশ্চিত নয় বলে জানিয়েছেন সিএমপি কমিশনার ইকবাল বাহার। বৃহস্পতিবার চট্টগ্রাম মহানগর পুলিশের সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব তথ্য জানান।

পুলিশ কমিশনার বলেন, মিতু খুনের ঘটনায় গ্রেফতার হওয়া দুজন জড়িত কিনা তা এখনো বলতে পারছি না। তবে তাদেরকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের কাছ থেকে তথ্য আদায়ের চেষ্টা চলছে। এ হত্যাকান্ড তদন্তে কোন মৃশ্যমান অগ্রগতি নেই। আমাদের হাতে সম্ভাব্য যত অপশন আছে সবদিক খতিয়ে দেখা হচ্ছে। তদন্তকাজ দ্রুত শেষ করার চেষ্টা করা হচ্ছে।

তিনি বলেন, মাঠ পর্যায় থেকে আমরা কম তথ্য পাচ্ছি। এজন্য জনসাধারণের প্রতি বলবো, আমাদের তথ্য দিয়ে সহায়তা করুন। পর্যাপ্ত তথ্য পেলে এ ধরনের ঘটনা মোকাবেলা করা সম্ভব হবে।

প্রসঙ্গত গত ৫ জুন সকালে ছেলেকে স্কুলবাসে তুলে দিতে যাওয়ার সময় নগরীর ও আর নিজাম রোডের জিইসি মোড়ে দুর্বৃত্তদের ছুরিকাঘাত ও গুলিতে নিহত হন পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম ‍মিতু। এ ঘটনায় বাবুল আক্তার নিজে বাদি হয়ে নগরীর পাঁচলাইশ থানায় মামলা দায়ের করেন। এই ঘটনায় আবু নছর গুন্নু ও শাহজামান রবিন নামের দুইজনকে গ্রেফতার করে গত ১৩ জুন থেকে সাত দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।