রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩২

চট্টগ্রামে ছোরাসহ তিন ছিনতাইকারী গ্রেফতার

| প্রকাশিতঃ ১৬ জুন ২০১৬ | ১:১৮ অপরাহ্ন

চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীর হালিশহর থানার ছোটপুল এক্সেস রোড থেকে তিন ছিনতাইকারীকে তিনটি ধারালো ছোরাসহ গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোররাত তিনটার দিকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- মো. আনোয়ার (২৮), মো. সাদ্দাম হোসেন (২৬) ও মো. সেলিম (২৮)। তারা বাকলিয়া এলাকার বিভিন্ন কলোনিতে ভাড়া থাকে বলে পুলিশ জানিয়েছে।

হালিশহর থানার ওসি প্রণব চৌধুরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে ছোটপুল এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়েছে। জিজ্ঞাসাবাদে তিন ছিনতাকারী জানিয়েছে তারা ছিনতাইয়ের উদ্দেশ্যে অবস্থান করছিল। তারা সিএনজি অটোরিকশায় চড়ে রিকশাযাত্রীদের ব্যাগ ছিনিয়ে অথবা নির্জন এলাকায় ছুরি ঠেকিয়ে ছিনতাই করে আসছিল। এ ঘটনায় মামলা হয়েছে।