শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩২

প্রশংসায় ভাসছেন তাসনিয়া ফারিণ

| প্রকাশিতঃ ২৩ এপ্রিল ২০২৪ | ৩:৫২ অপরাহ্ন

বিনোদন ডেস্ক : সময়ের জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। ক্যারিয়ারের শুরু থেকেই অভিনয়ের মুগ্ধতা ছড়িয়ে যাচ্ছেন তিনি। সম্প্রতি গায়িকা হিসেবেও এসেছেন আলোচনাও। আনুষ্ঠানিকভাবে গায়িকা হয়ে আত্মপ্রকাশও করে ফেলেছেন।

পেশাদার সংগীতশিল্পী না হয়েও তাহসানের সঙ্গে খুব চমৎকারভাবেই গানটি গেয়েছেন ফারিণ। অভিনয়ে জনপ্রিয় ফারিণের টিভিতে গাওয়া এটিই প্রথম গান।

গেল ঈতে বিটিভির ইত্যাদিতে একটি গানে গাইতে দেখা গেছে তাকে। সেখানে তার সঙ্গে দ্বৈতকণ্ঠে গান গেয়েছেন তাহসান খান। গানটি বেশ জনপ্রিয়তা পেয়েছে। সেই গান নিয়ে যেখানেই যাচ্ছেন সেখানেই প্রশংসা পাচ্ছেন ফারিণ। তাই দর্শকের প্রতি কৃতজ্ঞ তিনি।

সেই কৃতজ্ঞতা প্রকাশ করে ফেসবুকে লিখেছেন, ‘সত্যিই আপনাদের ভালবাসায় আমি অভিভূত। গানটি এত এত ভালোবাসা পাবে সেটা ভাবিনি। অনেক রিলস্, ভিডিওর পাশাপাশি যেখানেই যাচ্ছি অনেক প্রশংসা পাচ্ছি। অনেক কৃতজ্ঞতা।’

গানটির সুর করেছেন ইমরান মাহমুদুল।