রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩২

চট্টগ্রামে গ্রেফতার হিযবুত তাহরির সদস্য মহিবুল রিমান্ডে

| প্রকাশিতঃ ১৭ জুন ২০১৬ | ৭:৪৩ অপরাহ্ন

চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীতে গ্রেফতার হিযবুত তাহরির সদস্য মহিবুল আলমকে সন্ত্রাস দমন আইনের একটি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। শুক্রবার তাকে চট্টগ্রামের একটি আদালতে হাজির করার পর পুলিশের আবেদনের প্রেক্ষিতে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হেলাল উদ্দিন এ আদেশ দেন।

চট্টগ্রাম জেলা পুলিশের আদালত পরিদর্শক এএইচএম মশিউর রহমান জানান, বৃহস্পতিবার রাতে নগরীর শেরশাহ এলাকা থেকে হিযবুত তাহরির সদস্য মহিবুলকে গ্রেফতার করে রাউজান থানা পুলিশ। এরপর শুক্রবার তাকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চাওয়া হলে আদালত দুদিন মঞ্জুর করেন।

এদিকে চট্টগ্রামের বেসরকারি বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয় আইন বিভাগ শেষ বর্ষের শিক্ষার্থী মহিবুল ২০১৩ সালেও একবার গ্রেফতার হন। জামিনে ছাড়া পাওয়ার পর মহিবুল হিযবুত তাহরিরকে সংগঠিত করার চেষ্টা করছিলেন বলে জানিয়েছেন চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) মোস্তাফিজুর রহমান।

এদিকে বৃহস্পতিবার দিনগত রাতে সীতাকুন্ড থেকে গ্রেফতার হওয়া বাংলা ভাইয়ের দুই সহযোগী জেএমবি সদস্য জুলফিকার আলী ও মো. আলাউদ্দিনকে বিশেষ ক্ষমতা আইনের একটি মামলাসহ তিনটি মামলায় গ্রেফতার দেখিয়ে শুক্রবার কারাগারে পাঠানো হয়েছে।