রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩২

সারা দেশে তৈরী হচ্ছে ১০ হাজার ইনফো লিডার

| প্রকাশিতঃ ১৮ জুন ২০১৬ | ৬:০৪ অপরাহ্ন

চট্টগ্রাম: দেশের ১০ হাজার ইউনিয়ন ডিজিটাল সেন্টারের (ইউডিসি) ১০ হাজার উদ্যোক্তাকে প্রশিক্ষণের মাধ্যমে ‘ইনফো লিডার’ হিসেবে গড়ে তোলা হচ্ছে বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সচিব শ্যাম সুন্দর সিকদার। শনিবার চট্টগ্রাম সরকারি টিচার্স ট্রেনিং কলেজে চট্টগ্রাম ও সিলেট বিভাগের তিন দিনব্যাপী প্রশিক্ষক-প্রশিক্ষণ (মাস্টার ট্রেইনার) কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।

শ্যাম সুন্দর সিকদার বলেন, তথ্য, সংবাদ, ফিচার ও প্রতিবেদন লেখার প্রশিক্ষণ দিয়ে ইউনিয়ন ডিজিটাল সেন্টারের ১০ হাজার উদ্যোক্তাকে ইনফো লিডার হিসেবে গড়ে তোলা হচ্ছে। পাশাপাশি গ্রামে আত্মনির্ভরশীল মানুষ তৈরির জন্য আউটসোর্সিং এবং স্থানীয়ভাবে উৎপাদিত পণ্যের বাজার নিশ্চিত করতে তাদের ই-কর্মাসের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

তিনি আরো বলেন, গ্রামে বসবাসকারী ৭০ শতাংশ মানুষের কাছে তথ্যপ্রযুক্তি সেবা পৌঁছে দিতে সাড়ে চার হাজারের বেশি ইউডিসি প্রতিষ্ঠা করা হয়েছে। এসব ইউডিসির প্রায় ১০ হাজার উদ্যেক্তা গ্রামের ৪৫ লাখ মানুষকে তথ্য সেবা দিচ্ছে। সরকার আউটসোর্সিং ও ই-কর্মাস গ্রামে সম্প্রসারণের উদ্যোগ গ্রহণ করেছে।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের তৃণমূলের তথ্যজানালা কর্মসূচি ও তথ্যসেবা বার্তা সংস্থা (টিএসবি) যৌথভাবে এই প্রশিক্ষক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে। কর্মশালায় চট্টগ্রাম ও সিলেট বিভাগের ৩২ জন প্রশিক্ষক অংশ নিচ্ছেন।

চট্টগ্রাম সরকারি টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ রূপেশ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন- এলআইসিটি প্রকল্পের কমিউনিকেশন স্পেশালিস্ট অজিত কুমার সরকার, এটুআই প্রোগ্রামের সমন্বয়ক মাজেদুল ইসলাম, টিএসবির নির্বাহী সম্পাদক ড. অলিউর রহমান ও বার্তা সংস্থা ইউএনবি’র প্রধান বার্তা সম্পাদক মাহফুজুর রহমান।