রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩২

বাঁশখালীতে পুলিশের গুলিতে যুবক আহতের অভিযোগ

| প্রকাশিতঃ ১৮ জুন ২০১৬ | ৩:০৫ অপরাহ্ন

চট্টগ্রাম: চট্টগ্রামের বাঁশখালীতে পুলিশের গুলিতে করিম উদ্দিন (২৪) নামে এক যুবক আহত হওয়ার হওয়ার অভিযোগ পাওয়া গেছে। শনিবার সকাল ১০টার দিকে কালীপুর ইউনিয়নের পূর্ব পালেগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে। আহত করিম উদ্দিন (২৪) কালীপুর ইউনিয়নের পূর্ব পালেগ্রামের পুতুল আলীর ছেলে।

স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে জানান, সকালে চায়ের দোকানে থাকা কয়েকজন যুবক তাস খেলছিল। আরো কয়েকজন তাস খেলা দেখছি। এসময় তাদেরকে লক্ষ্য করে পুলিশ অতর্কিত গুলি চালালে করিম আহত হন। আহত করিমকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন হাসপাতালের পুলিশ ফাঁড়ির নায়েক জাহাঙ্গীর আলম।

বাঁশখালী থানার ওসি আলমগীর হোসেন বলেন, ডাকাতি মামলার আসামি ধরতে গিয়ে পূর্ব পালেগ্রামে ‘ঝামেলা’ হয়। স্থানীয়রা পুলিশের দলটিকে ঘিরে ফেলে কনস্টেবল হানিফকে মারধর করে। পরে পুলিশ গুলি চালায়। তবে পুলিশের গুলিতে কেউ আহত হয়েছে কিনা- সে বিষয়টা আমরা এখনো নিশ্চিত নই।

ওসি বলেন, গুলিবিদ্ধ করিমের বিরুদ্ধে কোন মামলা নেই। সেখানে গুলি করার মত পরিস্থিতি সৃষ্টি হয়েছিল কিনা বা পুলিশ কাউকে গুলি করেছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।