শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩২

মোস্তাফিজে মুগ্ধ ভারতীয় ক্রিকেটার

| প্রকাশিতঃ ১৪ জুন ২০২৪ | ১১:৩১ পূর্বাহ্ন


খেলাধুলা ডেস্ক : বল হাতে দুর্দান্ত একটা সময় পার করছেন মোস্তাফিজুর রহমান। চোটের কারণে শরিফুল ইসলাম না থাকায় বাড়তি দায়িত্ব নিয়ে দলকে ম্যাচও জেতাচ্ছেন ফিজ। কিপটে বোলিংয়ের সঙ্গে দলের প্রয়োজনের মুহূর্তে ব্রেক থ্রুও এনে দিচ্ছেন ফিজ। কাটার ও স্লোয়ারে ব্যাটারদের নাস্তানাবুদ করে ছাড়ছেন এই তারকা পেসার। নেদারল্যান্ডসের বিপক্ষেও যা দেখিয়েছেন তিনি। মাত্র ১২ রান খরচায় শিকার করেছেন ১ উইকেট। দলের জয়ে রেখেছেন অগ্রণী ভূমিকা। আর এমন মোস্তাফিজে মুগ্ধতার কথা জানিয়েছেন ভারতের সাবেক ক্রিকেটার পার্থিব প্যাটেল।

ক্রিকবাজের শোতে মুস্তাফিজে মুগ্ধতার কথা জানান ভারতের হয়ে ৬৫টি আন্তর্জাতিক ম্যাচ খেলা পার্থিব। বলেন, ‘সে দারুণ বোলিং করেছে, আপনি তার বোলিংয়ে অনেক উন্নতির ছাপ দেখতে পারবেন। আমার মনে হয় সে যখন ২০১৬-১৭ সালে খেলেছে, তখন তার দ্রুতগতির ডেলিভারিগুলো ছিল ঘণ্টায় ১৪০-১৪৫ এবং সে যখন স্লোয়ার মারতো সেগুলো ১১০ কিংবা ১১৫ হতো, গতির দিক থেকে অনেক পার্থক্য ছিল।’

মাঝে গতির এই বৈচিত্র্য হারানোতেই নাকি সমস্যায় পড়তে হয়েছে মুস্তাফিজকে। যা সবশেষ আইপিএলে চেন্নাইয়ের হয়ে কাটিয়ে উঠেছেন মোস্তাফিজ। সেই সঙ্গে বুঝতে শিখে গেছেন পিচ। মুস্তাফিজকে তাই বোলার হিসেবে যথেষ্ট স্মার্টই মনে হচ্ছে পার্থিবের। যা তাকে বাড়তি সুবিধা দিচ্ছে বলে মনে করেন এই ভারতের সাবেক ক্রিকেটার।

মোস্তাফিজকে নিয় পার্থিব বলেন, ‘মাঝে তিন বছরে তার দ্রুতগতির ডেলিভারিগুলো ঘণ্টায় ১৩০-১৩৫ কিলোমিটার এবং স্লোয়ার সবসময় ১১৫-১২০ ছিল। এজন্য গতির বৈচিত্র্য দিয়ে খুব বেশি ব্যাটারদের বোকা বানাতে পারতো না। এখন তার অভিজ্ঞতা এবং চেন্নাইয়ের হয়ে খেলে উইকেটকে ভালোভাবে ব্যবহার করছে, অ্যাঙ্গেলটা খুব ভালোভাবে ব্যবহার করছে, সেই সঙ্গে সে পিচও বুঝতে শিখে গেছে। সে স্মার্ট বোলার হয়ে গেছে।’

মোস্তাফিজ নিজের গতি সম্পর্কে লিমিটেশন বুঝতে পেরেছেন বলে জানিয়ে পার্থিব বলেন, ‘চেন্নাইয়ের হয়ে খেলা এবং নিজের লিমিটেশন সম্পর্কে বুঝতে পারাটা গুরুত্বপূর্ণ। সে জানে তার ফিটনেস কখনই তাকে ১৪৫ কিলোমিটার গতিতে বোলিং করতে এলাউ করবে না। যে কারণে সে আবারও তার সেরা পারফরম্যান্সে ফিরতে পেরেছে।’