চবি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ভর্তি পরীক্ষায় ‘প্রক্সি’ দেয়ার সময় শনিবার আটককৃত দু’জনকে জেল-জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
এর মধ্যে বিশ্ববিদ্যালযের মার্কেটিং স্টাডিজ অ্যান্ড ইন্টারন্যাশনাল মার্কেটিং বিভাগের চতুর্থ বিভাগের শিক্ষার্থী আজিজুল হাকিম লিটনকে ১ বছরের কারাদন্ড আর ভর্তি পরীক্ষার্থী রায়হান বিন কায়সারকে ১৫দিনের কারাদন্ড দেয়া হয়েছে। একই সাথে দুজনকে ১০ হাজার টাকা করে অর্থদন্ড দেয়া হয়েছে।
রোববার হাটহাজারী উপজেলা নির্বাহি কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ আদেশ দেয়।
মোয়াজ্জেম হোসেন বলেন, ‘ গতকাল ভর্তি পরীক্ষায় জালিয়াতির দায়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী লিটনকে ১ বছরের কারাদন্ডসহ ১০ হাজারটাকা জরিমানা ও ভর্তি পরীক্ষার্থী কায়সারকে ১৫ দিনের কারাদন্ডসহ আরও ১০ হাজার টাকা জরিমানা করা হয়।’
প্রসঙ্গত,গতকাল (শনিবার)ব্যবসায় প্রশাসন অনুষদের (সি ২-৩ ইউনিট) পরীক্ষা চলাকালীন সময়ে ব্যবসায় প্রশাসন অনুষদ ভবনের ২৩৬ নাম্বার কক্ষ থেকে ‘প্রক্সি’ দেয়ার দায়ে তাদের আটক করা হয়।
এর আগেও বৃহস্পতিবার আইন অনুষদের ভর্তি পরীক্ষা চলাকালে ‘স্মার্টওয়াচ’ ব্যবহার করে জালিয়াতির অভিযোগে ঢাবি শিক্ষার্থী পরিচয়দানকারী মো. কামরুল ইসলাম ও চবি নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ইমরান হোসেনকে আটক করেছিল বিশ্ববিদ্যায়ল প্রশাসন।

