ঢাকা : আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং দলের অন্যতম মুখপাত্র ড. হাছান মাহমুদ বলেছেন, আওয়ামী লীগ নির্বাচন কমিশনে ১১ দফা প্রস্তাব পেশ করেছে নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক করার জন্য। এই প্রস্তাব কোন দলীয় প্রস্তাব নয়। কিন্তু বিএনপির প্রস্তাব হচ্ছে দলীয় প্রস্তাব।
বৃহস্পতিবার ঢাকা রিপোটার্স ইউনিটির স্বাধীনতা হলে বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ আয়োজিত “শেখ রাসেলের জন্মদিন এবং বিপন্ন মানবতা ও আন্তর্জাতিক রাজনীতিতে শেখ হাসিনার ভূমিকা” শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, অন্যান্য সকল রাজনৈতিক দল যাতে নির্বাচনে অংশগ্রহণ করতে পারে এবং বাংলাদেশের মানুষ যাতে নির্ভয়ে, নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করে ভবিষ্যতে কারা দেশ পরিচালনা করবে তাদের নির্বাচিত করতে পারে সেই স্বার্থে আওয়ামী লীগ ১১দফা প্রস্তাব নির্বাচন কমিশনে পেশ করেছে। এই প্রস্তাব জনগনের প্রস্তাব। বিএনপির প্রস্তাব হচ্ছে দলীয় প্রস্তাব। নির্বাচনে বিএনপির জয় নিশ্চিত করার স্বার্থে তারা কিছু প্রস্তাব নির্বাচন কমিশনে দিয়েছে।
খালেদা জিয়ার দেশে ফেরার প্রসঙ্গে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেন, লোকে বলে অশান্তি বেগম দেশে এসেছেন। দেশ সাড়ে ৩ মাস শান্তিতে ছিল। অশান্তি বেগম দেশে এসেছেন বহু পরিকল্পনা করে। তিনি পাকিস্তানের গোয়েন্দা সংস্থার জঙ্গি গোষ্ঠী আইএসের সাথে বৈঠক করেছেন। দেশে অশান্তি সৃষ্টি করার চেষ্টা করছেন। আপনি যদি এই তকমা মুছতে চান তাহলে দেশে অশান্তি সৃষ্টি করবেন না।
খালেদা জিয়াকে হুশিয়ারি দিয়ে ড. হাছান মাহমুদ বলেন, যদি দেশে অশান্তি সৃষ্টি করার অপচেষ্টা চালান তাহলে বাংলাদেশের মানুষ দাতভাঙ্গা জবাব দিবে। গতকালও তার আগমন উপলক্ষে দেশে বিশৃঙ্খলা করার চেষ্টা করা হয়েছিল। আইনশৃঙ্খলাবাহিনী ও সরকারের সতর্ক অবস্থানের জন্য বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে নাই। কিন্তু বেগম জিয়া বারবারই দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চান। তিনি যাতে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সেজন্য সকলকে সতর্ক থাকতে হবে।
সরকার চাইলে খালেদা জিয়াকে গ্রেফতার করতে পারত উল্লেখ করে তিনি বলেন, তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ছিল। সরকার চাইলে তাকে গ্রেফতার করতে পারত কিন্তু করে নাই। আর সরকার কিন্তু তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে নাই। করেছে আদালত। কারণ তিনি আদালতের অনুমতি না নিয়ে বিদেশ চলে গিয়েছিলেন, আদালতে গড় হাজির ছিলেন ।এইজন্য আদালত আইনকে সমুন্নত রাখার জন্য তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করতে বাধ্য হয়েছে।
বিএনপি নেতা মওদুদ আহমেদের সংলাপ নিয়ে বক্তব্যের সমালোচনা করে সাবেক পরিবেশ ও বনমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, মওদুদ আহমেদের বক্তব্যেই স্পষ্ট হয়ে গেছে তারা পরিকল্পনা করছে আগামী নির্বাচন ভন্ডুল করতে। এর আগেও এমন পরিকল্পনা তারা করেছিল এবং ব্যার্থ হয়েছিল।
বাংলাদেশ আওয়ামী মুক্তিযুদ্ধা প্রজন্ম লীগের সভাপতি এ্যাড. আসাদুজ্জামান দুর্জয়ের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সবুজবাগ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লায়ন চিত্তরঞ্জন দাস, আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক হাজী মুন্সি এবাদুল ইসলাম, শ্যামপুর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী হাবিবুর রহমান (হাবু) প্রমুখ।