চট্টগ্রাম: চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নূরুল আজিম রনির বিরুদ্ধে দায়েরকৃত অস্ত্র আইনের একটি মামলায় আদালতে চার্জশিট জমা দিয়েছে পুলিশ। রোববার দুপুরে চট্টগ্রামের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শহিদুল্লাহ কায়সারের আদালতে চার্জশিটটি উপস্থাপন করা হয়।
চট্টগ্রাম জেলা পুলিশের আদালত পরিদর্শক এএইচএম মশিউর রহমান বলেন, নূরুল আজিম রনির বিরুদ্ধে হাটহাজারী থানার পুলিশের দেওয়া চার্জশিটটি আদালতে উপস্থাপন করা হয়েছে। আদালত এটি গ্রহণের শুনানির জন্য চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতে স্থানান্তর করেছেন। তকে সেখানে এখনো পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়নি।
এর আগে গত ৭ মে হাটহাজারী উপজেলার চারিয়া এলাকায় ইউপি নির্বাচনের একটি ভোটকেন্দ্রে পিস্তল ও সাতটি গুলিসহ আটক হন নূরুল আজিম রনি। এ ঘটনায় হাটহাজারী থানার উপপরিদর্শক (এসআই) রবিউল হক বাদী হয়ে তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করেন। তদন্ত শেষে এ মামলায় চার্জশিট জমা দেয় পুলিশ।
এছাড়া ভোটের দিন নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে রণিকে দুই বছরের বিনাশ্রম কারাদন্ড দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট। গত ২৫ মে দুই বছরের কারাদন্ডাদেশের বিরুদ্ধে করা আপিল মামলায় রণিকে জামিন দেন চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালত।
তবে অস্ত্র মামলায় জামিন নামঞ্জুর করেন। এরপর রণির পক্ষে হাইকোর্টে জামিনের আবেদন জানানো হলে গত ১৩ জুন ছয় মাসের জন্য জামিন দেন আদালত। তবে জামিন আদেশ রোববারও চট্টগ্রাম কারাগারে এসে পৌঁছেনি।
এ প্রসঙ্গে নূরুল আজিম রণির আইনজীবী অ্যাডভোকেট রণি কুমার দে বলেন, হাইকোর্টের জামিন আদেশ চট্টগ্রাম কারাগারে আসার আগেই চার্জশিট দেওয়া হয়েছে। সে হিসেবে রণির মুক্ত হবার সুযোগ নেই। এক্ষেত্রে অস্ত্র মামলাটিতে আবারও জামিনের আবেদন করতে হবে।